Today 11 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রিয় ভালবাসা যদি তুমি সেটা জানতে

লিখেছেন: রাজিব সরকার | তারিখ: ১৪/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 822বার পড়া হয়েছে।

আমার আজ দিন শুরু হয় কেমনে
প্রিয় ভালবাসা যদি তুমি সেটা জানতে
তাহলে তুমি পারতে না কিছুতেই বলতে
তোমার প্রতি ভালবাসা গেছে কমে।
সকালে আমার কিছুতেই ইচ্ছে করে না উঠতে
ঢুলতে ঢুলতে হাটতে হাটতে ঢুকে পড়ি ল্যাবে,
মস্ত বেশি কাজের চাপে ইচ্ছে করে ঘুমাতে
যা কাজ করি রেজাল্ট মিলে না কিছুতে।
তাই দেখে স্যারের মাথায় টগবগ করে ফুটে পানি
দুপুরের খাওয়া মিস হয়ে সন্ধ্যা আসিলে থামি।
ক্লান্ত পায়ে হেটে হেটে চলে আসি রুমে
বিছানার উপর শুয়ে ঘুমঘুম চোখে
প্রচন্ড ক্লান্তিতে বলি শালার থিসিস।
মাথার ভিতর সেই থিসিসই ঘুরেফিরে
ক্লান্তি আমার কাটে না কিছুতে
প্রিয় ভালবাসা যদি তুমি এটা বুঝতে………

৮৫৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-৩০ ১৬:১৭:৫০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আহারে

  লেখা ভাল লাগল

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  পরিশ্রমই সুফল বয়ে আনে । লেখা ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।

 3. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে।ধন্যবাদ।

 4. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ…।।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভালোই লিখেছেন , অসংখ্য ভাল লেগেছে ।

 6. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  চমৎকার হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top