Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রেমির্ষা

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ২৪/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 880বার পড়া হয়েছে।

ওগো নির্জলা প্রকৃতির উদাসী মন কোন শিল্পীর রং
কোন প্রিয়জন,কোন নিরব কবির প্রেম বুক,
কোন রং মাখো গায়,কোন সুর তব পায় শুনি কিঞ্চিৎ
নয় পিয়ানো, নয় রাত্রির সুর, নয় অনাগত আধুনিক |

তোমার রং দেখে আজ ভুলি সব,ভুলি রংধনু সাত
ভুলি আবিরের রং,ভুলি বাহারিয়া ফুল,
তুমি কোন রংয়ে আজ,কেন চোখে এতো লাজ সাজ
একি অচেনা,একি অজানা স্বর্গের তুল|

তুমি কার প্রেমে মজে প্রেম প্রনয়ী,এতো নিশ্চুপ
এতো মনোহর, এতো বিন্যাসী রং গায়,
সেকি স্বর্গের রব,তুমি তার রংয়ে আঁক চোখ আনত
তুমি ধ্যানরত তার তারে ভেবে,রুজ তার পায়?

কত নির্মল, শাশ্বত, বিশুদ্ধ প্রেম বুক,স্বর্গ মর্ত্যের সাজ
কত অনাবিল,চির অতৃপ্ত ভালো লাগা রুপ,
তবু একজনই যাচ তুমি,তার সাজে সাজো, তার খুসি মাখো
পুরো পৃথিবী তার সবটুকু প্রেম নিয়ে তবু নিশ্চুপ |

প্রকৃতি তুমি সত্যি ভাগ্যবতী রমণীর তুল,যে জান্নাতে নাচে
যার প্রেম শুধু প্রেম নয়,অনন্ত সুখ,
আমার প্রেমকে করি তোমার প্রেম রুপ,তবে আমিও কি তুমি হবো
পাবো স্রষ্টার প্রেম কৃপা মুখ?

৮৬৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  অনাবিল প্রেমের খুবি সুন্দর বর্ণনা, অনেক ভালো লাগলো কবি।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  প্রেমের ভাল কবিতা
  ভাল লাগল

 3. মনির আহমদ মন্তব্যে বলেছেন:

  ভালো হয়েছে কবি

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  প্রেমের প্রেমিকাকে নিয়ে মানুষ কত সুন্দর উপমা দিয়ে সাজায়। অদ্ভুত সুন্দর কবিতা। ভাল লাগায় ভরপুর।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি রোদ্দুর সাথে সহমত
  ভাল ভাবনার প্রকাশ
  শুভ কামনা
  শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top