Today 26 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রেমের টান

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১২/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 495বার পড়া হয়েছে।

আজও কি মোর প্রেমের টান তোমার চিত্তে বাস করছে ?
বেওয়ারিশ হৃদয়ের জানতে হয় বড় ইচ্ছে
সেই ভালবাসার কথা মনে কি পড়ে ?
দু’বার এসেছিলে সব কিছু ছেড়ে ।
মাতৃ পিতৃ স্নেহ দূরে ঠেলে দিয়ে
হৃদয় সমুদ্র পূর্ণ প্রেম প্রীতি নিয়ে ;
পৃথিবীর সবি ছিল তোমার পর
আমি শুধু ছিলাম অন্তরের অন্তর ।

লাজ ত্যাগিয়ে বলেছিলে আমি তোমার আপন
সহ্য করেনি তোমার পিতা-মাতা স্বজন ;
সব লাথি মেরে এসেছিলে মোর দ্বারে
সবি দিছো তোমার হৃদয় উজার করে ।

না দেখিলে মোরে ছুটে আসিতে দিবা রাত
হাসি মুখে সইছো কত কাঁচা কঞ্চির ঘাত ;
সেই তুমি আজ কেমনে দূরে রও ?
মনে কি পড়েনা কভু ? শুধু একবার কও ।

বলো ,
হৃদয়ে কি আছে সেই প্রেমের বেপরোয়া টান ?
তা
জানিবার তরে চির প্রতীক্ষায় এ মন প্রাণ ।

৫৭৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  প্রেমের টান ভাল লাগল।

 2. পাঠক ও সমালোচক মন্তব্যে বলেছেন:

  মাতৃ পিতৃ স্নেহ দূরে ঠেলে দিয়ে
  হৃদয় সমুদ্র পূর্ণ প্রেম প্রীতি নিয়ে ;
  পৃথিবীর সবি ছিল তোমার পর
  আমি শুধু ছিলাম অন্তরের অন্তর ।
  নামের সাথে কবিতার চমত্‍কার মিল ।
  আপনি বরাবরই দারুণ লেখেন ।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আপনি কি করছিলেন
  আটকাতে পারেননি
  সে তো এসেছিল কিন্তু আপনি কি পারছেন আগলে রাখতে

  খুব সুন্দর লেখা ভাল লাগল

 4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  প্রেমের টান কি কম বলে মনে হচ্ছে কবি – প্রেমটা আবার ঝালাই করে নিলে কেমন হয়!

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ চমৎকার লিকণী

  বার বার মুগ্ধই হলাম পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top