Today 08 Apr 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রেম অবিরত

লিখেছেন: আহমেদ নিরব | তারিখ: ২৪/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 637বার পড়া হয়েছে।

সময়ের শেষে হারানো পথও খুঁজে কিছু

ঢেউয়ে ভেসে যায়

অবশেষের মেঘখানি।

অপরাধের লজ্জায় আঁধারের কোলে

মুখ লুকায় আলো।

বিষাক্ত আলোর শেষ শিখায় আসে অনুতপ্ততা

কালো ধোঁয়ায় আচ্ছন্ন শহরটিও

খুঁজে একটু শুদ্ধতা।

অভিশাপে পচে যাওয়া নিষ্প্রাণ দেহটিও,

এখানে ওখানে সবখানে

আশীর্বাদ খুঁজে বেড়ায়।

ভয়ে আমি জড়সড় এককোণে

তখনো প্রিয় তোমায় খুঁজি একমনে।

৬৯৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৩ ০৫:৩৫:২০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. শাহিন মন্তব্যে বলেছেন:

  ভয়ে আমি জড়সড় এককোণে

  তখনো প্রিয় তোমায় খুঁজি একমনে।
  তুলনা নেই ।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  কালো ধোঁয়ায় আচ্ছন্ন শহরটিও

  খুঁজে একটু শুদ্ধতা।
  তুলনা নেই

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে প্রিয়ার অনুসন্ধান ।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  অপরাধের লজ্জায় আঁধারের কোলে

  মুখ লুকায় আলো।

  বিষাক্ত আলোর শেষ শিখায় আসে অনুতপ্ততা

  কালো ধোঁয়ায় আচ্ছন্ন শহরটিও

  খুঁজে একটু শুদ্ধতা।
  ভাল লাগল লেখাটি । শুভ কামনা ভাল থাকুন ।

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অবিরত প্রেম বর্ষিত হউক মুষলধারে।

 6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  যত অপদই আসুক না কেন ? প্রিয়কে কি ভুলা যায় ? মনে পড়ে অবিরত।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top