ফিরে আসা ইতিহাস ।
এই লেখাটি ইতিমধ্যে 510বার পড়া হয়েছে।
ইংরেজীতে একটা কথা আছে History repeats itself. আমিও ব্যক্তিগতভাবে কথাটা অবিশ্বাস করি না । এই যেমন পুরনো বেশ কিছু ফ্যাশন নতুন করে দেখতে পাই । ব্যাপারটা বোধহয় মন্দ না । তাছাড়া ইতিহাসের কাছে আমাদের অনেক কিছু শেখারও আছে । তাই মাঝে মাঝে ইতিহাসের সাক্ষাত লাভ আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে । কিন্তু ইতিহাসের হঠাৎ হঠাৎ ফিরে আসা যতটা না ইতিহাসের নিজগুনে তারচেয়ে ঢের আমাদের কল্যানে ।
স্বাধীনতার সময় হানাদার বাহিনী আমাদের মা-বোনদের তুলে নিয়ে গিয়ে যে কালো ইতিহাস সৃষ্টি করেছিল তার পুনরাবৃওি স্বাধীন বাংলাদেশে এমন হরহামেশা এবং রাষ্ট্রীয় ইন্ধনে ঘটবে তা বোধকরি কেউ কল্পনাও করেননি । আমরা জাতি হিসেবে অবশ্য অকল্পনীয় কর্মে সিদ্ধ । তাই আমাদের স্বাভাবিক দক্ষতায় ইতিহাসকে বারবার টেনে আনি । এবং ইতিহাসকে বিক্রি করে রাজনৈতিক ফায়দাও তুলি ।
এদেশে মানবাধিকার কমিশন নামে একখানা বস্তু আছে । এদের কদাচিৎ হাঁকডাক আমাদেরকে অশ্রূসিক্ত করে । মানবের জন্য তাদের দরদ আমাদেরকে ভীষনভাবে আলোড়িতও করে । পূজ্যতূল্য এসব মহামানবকে পারলে’তো এখনই আমরা স্বর্গের আসনে আসীন করে দেই । ঐ ধর্মপুত্ররাও মাটির ভূমিতে স্বর্গের স্বাদ পেয়ে মাঝে মাঝে বেগোরে ঘুমান । তাই ফিরে আসা একাওর রাত্রী তাদের কাছে স্পষ্ট ঠেকে না । তাই কোন দায়বদ্ধতাও তাদের থাকে না ।
কিন্তু এইসব মহামানবকে কে বোঝাবে যে, ইতিহাসের পুনরাবৃওি এখানেই শেষ নয় । কালে কালে ইতিহাসের কলেবর বাড়বে । হয়তো সেদিনও আমাদেরকে লিখতে হবে । শুধূ প্রাপক আর প্রেরক বদলে দিয়ে । বাকী সব থাকবে অভিন্ন । কিন্তু এমন অদল বদল আমাদেরকে কোথায় নিয়ে যাবে ?
………………………নিঃশব্দ নাগরিক ।
৫৭৬ বার পড়া হয়েছে
ভাল লাগল আপনার কথা।
ধন্যবাদ ্
এরা কুখ্যাত হয়ে ইতিহাস হবে। ভাল লাগল লেখা।
হয়তো সব ইতিহাসেরও সীমাবদ্ধতা আছে । আমাদের সহসাই ইতিহাসকে ভুলে যাওয়ার সহজ দক্ষতা সবকিছুই ভুলিয়ে দিবে ।
স্বাধীনতার সময় হানাদার বাহিনী আমাদের মা-বোনদের তুলে নিয়ে গিয়ে যে কালো ইতিহাস সৃষ্টি করেছিল তার পুনরাবৃওি স্বাধীন বাংলাদেশে এমন হরহামেশা এবং রাষ্ট্রীয় ইন্ধনে ঘটবে তা বোধকরি কেউ কল্পনাও করেননি ।
—এরকম ঘটনা হরহামেশা এবং রাষ্ট্রীয় ইন্ধনে কখন ঘটল, বোধগম্য নয় ।
এরকম উদ্ভট এবং কাল্পনিক বিষয় লিখার বিষয় হতে পারেনা ।
একটু পত্রিকা টত্রিকা পড়া বোধহয় মন্দ না ।
ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য
ধন্যবাদ ।
কিন্তু এইসব মহামানবকে কে বোঝাবে যে, ইতিহাসের পুনরাবৃওি এখানেই শেষ নয় । কালে কালে ইতিহাসের কলেবর বাড়বে । হয়তো সেদিনও আমাদেরকে লিখতে হবে । শুধূ প্রাপক আর প্রেরক বদলে দিয়ে । বাকী সব থাকবে অভিন্ন । কিন্তু এমন অদল বদল আমাদেরকে কোথায় নিয়ে যাবে ?
ভাল লাগল লেখা বরাবরের মত।শুভকামনা নুতুন বছরের।
আপনাকেও শুভকামনা ।
স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনী ও রাজাকারদের জঘন্যতম কাজ এখন রাষ্ট্রীয় এন্দনে ঘটছে এমন ঘটনা
কোথায় পেলেন স্পষ্ট করে বললে বুঝতে সুবিধা হতো । খারাপ রক্ত থেকেই খারাপ রক্তের জন্ম হয় । ভাল রক্ত
খারাপ হতে অনেক সময় লেগে যায় । শুভ কামনা ।
রক্ত কোন বিষয় না । মানুষের জ্ঞানলব্ধ বোধের সুষ্ঠ প্রকাশই মানুষের অবস্হান নির্ধারন করে । পত্রিকায় একটু মনোযোগ দেওয়া যায় ।
কোন পত্রিকায় এসব উদ্ভট খবর ছাপানো হয়, রেফারেন্স দেওয়ার রিকুয়েস্ট করা হোল । আমি চ্যালেঞ্জ করলাম, রাষ্ট্রীয় ইন্ধনে এগুলো হচ্ছেনা । তথ্যসহ চ্যালেঞ্জ গ্রহনের আহ্বান জানাই ।