Today 25 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ফুলের মতন

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ২৯/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 988বার পড়া হয়েছে।

 

ফুল ফুঁটে জানে
যেতে হবে ঝরে
জীবন সফল তবু
ভ্রমর যদি ভুলে
একবার যায় চুমে ;

জীবন ও তেমন
ফুলের মতন ।

১,০৯৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  ছড়ায় ছন্দ মিল থাকলে পড়তে সুবিধা হয় । তবে ভালই লাগলো ।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  জানি,
  ছন্দ মিল নয়,
  অন্তঃ মিল দেখুন
  ধন্যবাদ .

 3. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  কবিতা সুন্দর হয়েছে

 4. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  অল্প কথায় অনেক কিছু বলা।

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর কথা।

 6. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  কবিতার ভাব ভাল লেগেছে।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দঅর

 8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কবিতার ভাবার্থ নিঃসন্দেহে সুন্দর , তবে একটি কবিতা তখনি সার্থক হয় যখন ছন্দ বৃত্ত ও মাত্রা ঠিক থাকে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top