Today 25 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ফেইসবুক ভাবনা

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ০৪/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 960বার পড়া হয়েছে।

সবার কাছে ভালো লাগতে নাও পারে
বিরক্তির কারণই অনেকের কাছে,
ফেইসবুক নিয়ে বসে থাকা
অনেকেই বলে এটা নাকি বাজে নেশা
চোখ নষ্ট, মনের ধীরস্থিরতা নষ্ট
নষ্ট নাকি পুরো সময়টাই….
এর বাইরেওতো কিছু আছে,
যা থাকার জন্যই হয়ত নষ্ট করা সময়টাই
প্রিয় মূহুর্তের খাতায় নাম লিখায়…
যখন আমি ফেইসবুকের পাতায় সময় কাটাই
হাতের মুঠোয়তো পুরো পৃথিবীটাই..
বাংলাদেশ থেকে কানাডা, ইতালি
আমেরিকা নতুবা সাইপ্রাসের হীম ঠান্ডায় বসে থাকা
কোন ঘরে আমারই ফেইসবুক বন্ধুর
আমার জণ্য অপেক্ষার প্রহরগোণা…
কারও সান্তনার কারন, কারওবা হাসির
এমনও হয় কারো দুঃখের সাথী
নুন্যতম সময়ে হয়ে যেতে পারি
সব অনুভূতির সঙ্গী…..
ফেইসবুক আছে বলেইতো হাজারো ইউনিটি
সমাজকে বদলে দিতে
হবেইনা আর বেশী দেরি
যদি আমরা করতে পারি
সঠিকভাবে ফেইসবুকের ব্যবহার রীতি…
খারাপটা বর্জন করে
নিতে হবে ভালো বিধী
ফেইসবুকটাই হতে পারে
নিজেকে চেনানোর সবচেয়ে বড় প্রতিধ্বনি ….
সাইদ চৌধুরী প্রয়াস

 

৯৩৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  মানুষ মাত্রই সুযোগে সৎ ব্যবহার করতে চায়, ফেইসবুকের জবাবদিহি থাকা উচিত।

 2. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  ভালো বলেছেন । জবাবদিহিতা থাকা দরকার অবশ্যই । ধণ্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকুন সবসময় ।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  ভাল ভাবনা
  ভাল লাগল

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হুম ভালঅই বলেছেন অনেক সুন্দর‍্য্য

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুণ কাব্যতা দারুন মুগ্ধতা
  ভেরি নাইস ……………
  ভালো লাগলো
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top