Today 29 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ফেসবুক ও কলগার্ল ! সুন্দরীরা সাবধান !!

লিখেছেন: সৃজনী মণ্ডল | তারিখ: ০৯/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 764বার পড়া হয়েছে।

33

ফেসবুকে ছবি আপলোড করাটাই ছিল তার জীবনের কাল! বখাটে ছেলেরা তার ছবিটা সেভ করে ঠিকানা, মোবাইল নম্বরসহ সুন্দরী কল গার্ল হিসাবে প্রথমে গুগলে ছাড়ে। এর পর বিভিন্ন সামাজিক সাইটেও ছাড়তে থাকে । সেখানে তার নিজের এবং পরিচিতিদের মোবাইল নম্বরও ছিল। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে।

একসময় মেয়েটি এলাকায় কল গার্ল হিসাবে পরিচিত হয়ে যায়। রাস্তায় বের হলে লোকজন নানা কথা বলতে থাকে। পরিবার তাকে ধিক্কার দিতে থাকে। এ যন্ত্রণা সহ্য না করতে পেরে মেয়েটি আত্মহত্যা করে। পুলিশ বলছে, পরিচিত কোন ছেলে চক্র এ কাজ করেছে। ঘটনাটি ভারতের।

ভারতের এই ঘটনা থেকে আপনিও শিক্ষা লাভ করতে পারেন এবং ওপরকেও সাবধান করে দিতে পারেন।

৮৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৯ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৫ ১২:২৮:৪৭ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  আমরা এখনো মানুষ হতে পারলাম না, ধিক

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  তাদের শাস্তি হওয়া উচিত ছিল।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আমির ভাইয়ের সাথে একমত ।

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সাধু সাবধান

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সাবধান করলেন
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সাবধান হলাম
  ভালো ভাবনা আপনার

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top