নোটিশ
কষ্ট হয়
এই লেখাটি ইতিমধ্যে 1077বার পড়া হয়েছে।
মানুষ গুলো কেমন করে বদলে যাচ্ছে বলো
ভাবতেই আমার দু-চোখ দেখ করছে ছলো ছলো।
বুকের তলে লুকিয়ে রাখি নানান রকম ব্যাথা
বাস্তবতায় চলতে গিয়ে হেসে বলছি কথা।
কি যেন এক ব্যথার আগুন জ্বলছে সারা বুকে
অশ্রু হয়ে ঝড়ছে আবার নিথর দুটি চোখে।
১,০৫৭ বার পড়া হয়েছে
মানুষ গুলো কেমন করে বদলে যাচ্ছে বলো
ভাবতেই আমার দু-চোখ দেখ করছে ছলো ছলো।
বুকের তলে লুকিয়ে রাখি নানান রকম ব্যাথা
বাস্তবতায় চলতে গিয়ে হেসে বলছি কথা।
ছন্দময় কবিতা। অনেক ভাল লাগা। শুভেচ্ছা রইল।
বাল লাগল কবিতাটি । শুভ কামনা ।
ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।
কষ্ট আমারও হয় —– !!
চমৎকার একটি কবিতা ………………
Manobik jibon gelo bodle
bhalo laglo
ঠিক বলেছেন মানুষগুলো এমন করেই বদলে যায়। আর ওই বদলে যাওয়া মানুষদের সাথেই তাল মিলিয়ে চলতে হয় ইচ্ছার বিরুদ্ধে। ভালো লাগলো ছোট কবিতা ।
বুকের ভিতর দুঃখ রেখে
হাসতে যেবা জানে,
এমন কঠিন কাজটি বল
পারে কজনে?
আরজু আপা র সাথে সহমত
বেশ ছন্দময়