নোটিশ
বন্ধু মানে
এই লেখাটি ইতিমধ্যে 1333বার পড়া হয়েছে।
বন্ধু মানে মান অভিমান
অনধিকার চর্চা।
বন্ধু মানে আনলিমিটেড
ভালবাসার খরচা।
বন্ধু মানে যখন তখন
সুখ দু:খের ভাগ,
বন্ধু মানে মনের কোনে
ভালবাসার রাগ।
বন্ধু মানি অবসরে
মন খুলে সব আড্ডা,
বন্ধু মানে কষ্ট হলেও
চাই দু:খের ভাগটা।
১,৩১৯ বার পড়া হয়েছে
বেশ বেশ
ভাল লাগল
ভালো লাগলো বন্ধুকে নিয়ে ছান্দিক পরিবেশনা
খুব সুন্দর উপস্থাপনা…সত্যিকারের বন্ধুরা সবসময় পাশে থাকুক…আগলে রাখুক… সবার জন্য এই শুভকামনা…!
বন্ধু মানেই বিশ্বস্ত একটা বন্ধন,
বন্ধু মানেই নতুনত্বের একটা স্পন্দন।
——— অনেক ভালো লেগেছে আপনার কবিতা, তাই নিজেও ২লাইন লিখে ফেললাম।
দারুন আপি
ছন্দময সুন্দর লিখা
:::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::
দারুন