Today 27 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বর্ণালি সত্তার ভেতর

লিখেছেন: শাহানারা রশিদ ঝর্ণা | তারিখ: ১০/১০/২০১৬

এই লেখাটি ইতিমধ্যে 884বার পড়া হয়েছে।

তোমার স্বপ্নেরা বড় বেশী উত্তাল এখন ,
মায়াবী মায়ায় বেঁধে নেয় চঞ্চল মনের খবরাখবর
শব্দের দুরন্ত খুনসুটি নিয়ে , আঙিনায় আসে আঙুররঙা রোদ ।
অবিন্যস্ত জীবন নিয়ে খেয়ালি সুরে গান গায়
ফুল পাখি প্রজাপতি সকাল ।
হারানো দিনের খোঁজে নেশাগ্রস্থ অতিথির মত
ছুটে যাই দূর সুদূর ,
আমাদের সাথে এগোয় চলমান প্রযুক্তি ।
ওরা তো পায়না কখনও শিশুবেলার সেই এক্কাদোক্কার দুপুর
দেখে না লাটাই ঘুড়ির এলোমেলো ওড়াউড়ি
সাজায় না স্মৃতিমাখা সই পুতুল বাসরখানি ।
সমাজ ও সভ্যতা নিয়ে আমাদের সাথে এগোয় নাগরিক সময় ।
কখনো আবেশিত হয় নান্দনিক পঙক্তিমালা
লীলাবতী জোছনায় আস্থার ঝুলন বেঁধে শুনি
কে যেন গান গায় রাধিকা মনের কুঞ্জবনে ।
এভাবেই , বর্ণালি সত্তার ভেতর শাশ্বত স্বপ্নেরা স্বয়ম্বর হয় !

৮৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪১ টি
সর্বমোট মন্তব্য: ১৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-৩০ ০৬:৫৯:২০ মিনিটে
banner

১ টি মন্তব্য

  1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    সুন্দর।
    শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top