Today 23 Aug 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বসন্তে বিপ্লবে

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ১৩/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 813বার পড়া হয়েছে।

6e9e938cc0652947d52ead2a44336e99

কিছু ফুল খুন হয়ে গেছে
কিছু ফুল হয়েছে গুম
কিছু ফুল হারিয়ে গেছে কোন অজানায়
সৌরভের খবর রাখেনি কেউ
দুঃখী পাখী আর অভাগী প্রজাপতি
তাদের খোঁজে ঘুরে বেড়ায়
আজ ও এই হতাশার প্রান্তরে ;
.
পেট্রোলের আগুনে ঝলসে গেছে মায়াবী সবুজ
অবুঝ পাখী তবু ডাকে লাল পলাশের ডালে
কৃষ্ণ চুড়াঁর ডাল
রক্তে রেঙে লাল
তবু ও ফুটেছে আজি অজস্র ফুল
কোকিল ডাকে দূরের ঝোপে
কিশোরী কাঁপে পাখীর খোপে
চাণক্য বুদ্ধিতে রাজা মহাশয় তা দেয় গোফে
আগুনের সাথে আজ রূপালী বসন্তে
হংসের সঙ্গে সঙ্গমে যাবে মেঘের অজান্তে ;
.

মেঘ গেছে উড়ে নীলের উঠোনে
দখিণের বাতাস নিয়ে গেছে তারে
অনেক দূরের হিম পাহাড়ে
সবুজের সমারোহে বসন্ত আজ দ্বারে
ঘুম ভেঙ্গে ফুলেরা উঠেছে জেগে
গানের পাখী উঠেছে ডেকে
লালে লাল পলাশ ফুটেছে রক্তে
শীতের শেষে খুন রাঙা পথে
বিপ্লব এসেছে আজ অজান্তে
লাল সবুজের দিগন্তে
জাগো বাঙ্গালী জাগো আজ এই বসন্তে ।

____________________________________________

৮১৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  বাস্তবতার বসন্ত … ভালো লাগলো …

 2. মোঃ অলিউর রহমান মন্তব্যে বলেছেন:

  চমৎকার হয়েছে। ভাল লাগলো।

 3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  কবিতায় বসন্তের লাল রঙে বিধ্বংসী আগুনের রঙ মিশে যেন বসন্তকে জ্বালাময়ী করে তুলেছে।
  ভাল লাগল বেশ। কবিকে বাসন্তী শুভেচ্ছা রইল।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  জাগো বাঙ্গালী জাগো আজ
  এই বসন্তে

  জাগছি

  দারুন কবিতা

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Jagle shudhu hobe na
  kichu koirte hobe…………..

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন কথামালার লিখনী

  ভালো লাগলো পড়ে
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top