Today 05 Mar 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বহুদূরে নীলান্তর

লিখেছেন: আলমগির সরকার লিটন | তারিখ: ০৩/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1199বার পড়া হয়েছে।

বহুদূরে, ঐ নীলান্তরের সাথে
ঠিক চাঁদের ও পাশটাতে-
ছোট একটি কুঁড়ে ঘরে,
সাতটি রঙে সাজিয়েছ;
আপন আনন্দে ঘুমন্ত বিলাসে-
চাঁদের আলোয় পাইনা তো ছায়া।
লাল থেকে সবুজান্তরে বিয়াল্লিশটি
বছর হারিয়ে গেছো গভীর মায়া তরে।
তবুও খুঁজিয়ে ফিরি একন্ত একা,
আহত ডানা মেলে পারি না তো-
উড়ন্ত পাখির মত; বহুদূরে নীলান্তর।

শুধুই দুঃখ ক্লান্ত ভারান্তর সাগর
লোনা জলের ঝর ঝর ঝর্ণাতে
অবুঝ মনে পায় না শুধু সান্ত্বনা,
ঘৃর্ণি পাকের ভাসা আত্মাটা দেখছে না
বিষাক্ত থাবল আঘাতে আঘাতে জড়ানো।
চৈত্র মাসের খরা দুপুরের দল বাঁধা সাদা,
কালোমেঘগুলি শো শো করে ভেসে যাওয়া,
কমল দৃষ্টিপাতে হাসি তাই ব্যথার শ্রাবণ,
একদিন স্পর্শে হবে;নীলান্তরে স্মৃতির প্লাবন।

লেখার তারিখঃ ১০/০৪/১২
=========্্্্্্্্=========

১,২৮১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩ টি
সর্বমোট মন্তব্য: ১৫৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১২ ০৯:৫৬:৩৫ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  কেমন আছেন কবি ?

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতা–সুন্দর ভাষার সমাবেশ–জোরালো ভাবনা।

 5. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  ভালো লাগায় জড়িয়ে থাকবে কবিতাখানি।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক আবেগ মাখা কবিতা । বেশ লাগল :)

 7. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে।

 8. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ আবেগঝরা কবিতা, ভাল লাগল।
  শুভেচ্ছা কবিকে –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top