বাণী
এই লেখাটি ইতিমধ্যে 1115বার পড়া হয়েছে।
মানুষকে সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম, বিরহ ইত্যাদি নিয়েই বেঁচে থাকতে হয়।
নারী এমন এক রহস্য জাত, যার সাথে স্বামী পঞ্চাশ বছর এক বিছানায় থেকেও তার রহস্য ভেদ করতে পারে না।
দুনিয়ার সব জিনিস আঠা দিয়ে জোড়া লাগানো যায় কিন্তু মন একবার ভেঙ্গে গেলে তা আর জোড়া লাগানো যায় না।
সতীত্বহীন নারী পুরুষের কাছে মূল্যহীন।
যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায় না।
সব মেয়ে প্রেমিকা হতে পারে কিন্তু সব মেয়ে আদর্শ স্ত্রী হতে পারে না।
ঘাত প্রতিঘাত ছাড়া মানুষের জীবন পরিপূর্ণ হয়না।
মানুষ যা আশা করে না, তাই হয়। এটাই প্রকৃতির নিয়ম। এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে স্বাভাবিক ভাবেই প্রকৃতির নিয়মকে মেনে নিতে হবে।
সতীত্বহীন নারী বেচেঁ থাকার চেয়ে সতীত্ব নিয়ে মরে যাওয়া উত্তম।
প্রেম রোগ বড় রোগ এ রোগের কোন চিকিৎসা নেই।
প্রেমে পড়লে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায়। তখন ভালো মন্দ বিচার করার হিতাহিত জ্ঞান থাকে না।
বসন্তকাল হচ্ছে প্রেমিক প্রেমিকাদের সর্বোৎকৃষ্টকাল।
আদিকাল থেকেই প্রেম চলে আসছে, আজ চলছে, চলবে অনন্তকাল।
সব সৃষ্টির আনন্দের চেয়ে মা হওয়ার আনন্দ অনেক বেশী।
যে পুরুষ অর্থের বিনিময়ে বিয়ে করে সে পুরুষ নয়, কাপুরুষ।
বই মানুষকে ঠকাতে পারেনা।
ভালোবাসা গড়তে অনেক দিন কিন্তু ভাঙ্গতে কিছুক্ষণ।
১,২৩৫ বার পড়া হয়েছে
সব মেয়ে প্রেমিকা হতে পারে কিন্তু সব মেয়ে আদর্শ স্ত্রী হতে পারে না।……….কথাটা খুব ভালো লাগল,
মিন্টু ভাই আমার কথার সাথে একাত্বতা পোষণ করায় আপনাকে ধন্যবাদ।
আমার কাছে খুব ভাল লেগেছে। ঠিকই সব মেয়ে প্রেমিকা হতে পারে, সব মেয়ে আদর্শ স্ত্রী হতে পারে না। খুব ভাল লাগল। নিয়মিত লিখবেন।
প্রেমিকার খোঁজ না করে আদর্শ স্ত্রীর খোঁজ করুন। ভাল থাকবেন।
আমির ভাই আপনি তো জানেন না যে কে কোনটা খোজ করে। তবে সব ছেলেই চাই আদর্শ স্ত্রী। ধন্যবাদ!!
“মানুষ যা আশা করে না, তাই হয়। এটাই প্রকৃতির নিয়ম। এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে স্বাভাবিক ভাবেই প্রকৃতির নিয়মকে মেনে নিতে হবে।”
ইংরেজীতে একটি কথা আছে, “ম্যান প্রপোজেস গড ডিসপজেস” আসলেই মানুষ ভাবে এক আর বাস্তবে হয় আরেক। এ সত্যকে যত সহজে মেনে নেয়া যাবে বেঁচে থাকার অর্থকে ততই যথার্থ মনে হবে।
ধন্যবাদ ও শুভকামনা।
ধন্যবাদ আপনাকে আমার সাথে একাত্বতা প্রকাশ করার জন্য। ভাল থাকবেন। নিয়মিত লিখবেন।
সব মেয়ে প্রেমিকা হতে পারে কিন্তু সব মেয়ে আদর্শ স্ত্রী হতে পারে না।……….কথাটা খুব ভালো লাগল। বর্তমানে আদর্শ স্ত্রী পাওয়াটা সৌভাগ্যের বিষয়।
আপনার সাথে সহমত কাউছার আলম ভাই। এখন বর্তমানে আদর্শ স্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়।
আদর্শ স্ত্রী নেই বললে ভুল হবে। তবে আপনাকে চিনে নিতে হবে।
কাউছার ভাই সত্যি ভাই আদর্শ স্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়।
সত্যি ভাই আদর্শ স্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ।
আমির ভাই আপনার সব লেখাই আমার কাছে ভালো লাগে ।
শাহরিয়ার ভাই আপনাকে ধন্যবাদ।
সব মেয়ে প্রেমিকা হতে পারে কিন্তু সব মেয়ে আদর্শ স্ত্রী হতে পারে না।
সবগুলাই বাস্তব সত্য সুন্দর
ধন্যবাদ
সতীত্বহীন নারী পুরুষের কাছে মূল্যহীন।
এটা না হয় বুঝলাম , কিন্তু একজন পরবাসী পরুষ, নারীর নিকট কেমন ? একটু বলবেন কি ?
সংগ্রহে রাখলাম