Today 14 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বানের জল

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১২/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 818বার পড়া হয়েছে।

 

বানের   জল

বানের  জলে  ভাসছে  বাড়ি

উঠছে   গিয়ে  বাঁধে,

ধান  আর  চাল সব   ভেসে  যাওয়ায়

সখি   বসে   কাঁদে  ।

গরু   ছাগল   ভেড়ার   সাথে

ভেসে গেল   সব  হাঁস

সাদা    বুড়ি   ভাসতে   গিয়ে

আকড়ে  ধরে  এক বাঁশ ।

ভেলার   উপর    ভাসছে   দেখ

পশু  মানুষ  এক   সাথে,

নেড়ি  কুকুর   খারাপ   হলে ও

বাদ  যায়নি  সে ও  তাতে ।

পুরো   বাড়ির  টিলার   উপর

শিয়াল   কুত্তার   বাসা

এক ই   সাথে   থাকছে   যেন

দোস্তি  অতি   খাসা ।

ঘরের  চালে   বসে   কাঁদে

ক্ষুধার    জ্বালায়  টুনি ,

পানির  উপর   ভাসছে   তবু

খাবারের  নেই   পানি ।

মাঠে   পথে    উচু    যায়গায়

লঙগর   খানা   করে,

দিচ্ছে  খাবার   সাধ্যমত

যারা  যেমন  পারে ।

কেউতো  দিচ্ছে  চাল  ডাল  আটা

কে উবা  দেয়   কিচুড়ী,

এরই   মাঝে    তস্করের  দল

জোরছে করে   চুরি ।

অবস্থা   দেখে   ফুলির   মা

কেঁদে   কেঁদে  কয়,

৮৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  ঘটনা সম্বলিত কবিতা বানের জল ভাল লেগেছে।ধন্যবাদ ।শুভ কামনা।

 2. ফেরদৌসী বেগম মন্তব্যে বলেছেন:

  সর্বগ্রাসী বানের জলের চিত্রটি দারুনভাবে ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায়। সতত ভালোলাগা আর শুভকামনা রইলো।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  কেউতো দিচ্ছে চাল ডাল আটা
  কে উবা দেয় কিচুড়ী,
  খিচুরী হবে মনে হয় ।
  ভাল লিখেছেন কবি । শুভ কামনা ।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভুলটা টাইপে । ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বন্যার ছবি কবিতায় ভেসে উঠল যেন
  ভাল লাগল পড়ে

 6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  “ধান আৱ চাল ভেঁসে যাওয়ায় সখি বসে কাঁদে” অনেকদিন পৱে পড়লাম কিন্তু বেশ ভাল লাগলো

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ওরে ও সর্বনাশী বান
  তুই বড় পাষাণ
  ভাসিয়ে নিলি সকল
  আমায় করলে অবসান।

  ভালো থাকুন কবি।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো শুভ কামনা থাকবে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top