Today 05 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বাবার জন্য কবিতা

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ২১/০৬/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1707বার পড়া হয়েছে।

4545

— জসিম উদ্দিন জয় —

পূর্বে উঠে রবি পশ্চিমে ডুবে যায়,
উঠে চাঁদ আকাশে পৃথিবীর মায়ায়,
বেঁচে আছি সুখে আছি যার ছায়ায়,
বাবা, কতদিন দেখি না তোমায়।

মেঘ গুলো উড়ে সীমনা ঘিরে,
সন্ধ্যের পাখীরা নীড়ে যায় ফিরে,
হারায় স্বপ্নের ভীড়ে যাকে ঘিরে
বাবা, তুমি আজ কেন এত দূরে।

আসমান জুরে মেঘের ডাকে,
যেথায় পাখী উড়ে ঝাঁকে ঝাঁকে,
খুঁজি যাকে কাজের ফাঁকে ফাঁকে,
জানিনা বাবা, আজ কোথায় থাকে।

রাতের শেষে দিন আসে,
ভোরের আলোয় সূর্য্য হাসে।
হঠাৎ বৃষ্টি টাপুর টুপুর,
ঘাটে একলা মেঘলা দূপুর,
চোখের জলে ভাসছে পুকুর,
বাবাটা, আজ কোন সূদুর ?

বর্নালী ক্ষেতে সেনালী ধান,
যেথায় বসন্তের পাখি গায় গান।
আসমানের রবি আজ মেঘের ছায়ায়,
অনেক বড় হবি বলেছিলে আমায়,
বাব, কতদিন দেখিনা তোমায় ।

১,৬৩৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাবনার সুন্দর প্রয়াস
  ,,,,,,,,,,,,,,,,,,বেশ ছন্দময়
  মুগ্ধকর লিখনী

  ভালো লাগলো পড়ে
  থাকলো শুভ কামনা

 2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “উঠে চাঁদ আকাশে পৃথিবীর মায়ায়,
  বেঁচে আছি সুখে আছি যার ছায়ায়,”

  বাবর জন্য ভালবাসাময় মন-মেদুর করা লেখনী।
  ভাল লাগল কবি। অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বাহ
  দারুণ

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বাবার কবিতা ভাল লাগল

 5. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  বর্নালী ক্ষেতে সেনালী ধান,
  যেথায় বসন্তের পাখি গায় গান।
  আসমানের রবি আজ মেঘের ছায়ায়,
  অনেক বড় হবি বলেছিলে আমায়,
  বাব, কতদিন দেখিনা তোমায়

  অনেক ভাল লাগলো পড়ে।
  শুভেচ্ছা জানবেন কবি।

 6. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর বাবা দিবসের কবিতা । চমৎকার লিখার জন্য কবিকে শুভেচ্ছা ও ভালোবাসা ।
  ভালো থাকবেন সবসময় ।

 7. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  sundor lekha . valo laga roilo .

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top