নোটিশ
বারবিকিউ ইন কামিনী ঘাট – ২
এই লেখাটি ইতিমধ্যে 1295বার পড়া হয়েছে।
কামিনী ঘাটে যাব আমরা বারবিকিউ করতে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউই চিনিনা, জানি না কিকরে কামিনী ঘাটে যেতে হবে। তবুও ইকবাল ভাইকে বারবার কল করে আর পথে দেখা হওয়া জেলেদের জিজ্ঞাসা করতে করতে এক সময় ঠিকই পৌছে যাই কামিনী ঘাট। ততক্ষণে অবশ্য দুপুর গড়িয়ে গেছে। ট্রলার থেকে নেমেই আমরা কয়েকজন লেগে পড়ি আগুন জালাবার কাজে, বাকিরা বসে যায় দুপুরের খানা খেতে। ভেজা মাটিতে কত কষ্ট করে যে আগুন ধরিয়েছি…
আজ কাহিনীর দ্বিতীয় অংশে তারই কয়েকটা ছবি দেখুন
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
শেষের টুকু এখনও বাকিই রইলো…..
১,২৯১ বার পড়া হয়েছে
খাওয়ার আগে হাত ধুয়েছেন তো ? 😀
বাধ্য হয়ে ধুয়েছি, কেরসিনের গন্ধ ছিলো খুব।