হুংকার ছেড়ে ভয় দিয়ে গেলে;
জড়সড় হয়ে পড়ে আছি,
কক্ষগত হয়েও ছিটকে পড়েছি
মাধ্যাকর্ষণের টানে,
ব্রহ্মতালু থেকে পাতাল অবধি;
জড়তার এক মূর্তির সামনে
দাঁড়িয়ে সমানে কাঁদছি
তবু একফোঁটা অশ্রুও
ঝরেনা ও চোখ হতে।
যদি দেখি;
পাতার শোভনে সুশভিত
এক আকাশ সুখ,
অসময়ে রোগাক্রান্ত হয়েছে
কার ভালো লাগে, কে ভালোবাসে বলো
যদি দিনানিপাত হয়;
শুধু মুখ বুজে
কাপড়ে মুখ গুজে,
সহ্য করে
তবে,
মানবতার দিন শেষ হয়েছে জেনো;
ভ্রষ্ট কুকুরেরা দাঁপিয়ে বেড়াবে
অবাধ প্রতাপে এই নিস্পাপ
পৃথিবীর মাটি-জ্বল ছুয়ে।
তুমি কিভাবে সহ্য করো?
আমার তো বুক উন্নত হয় শুধুই
নিশ্চিহ্ন মানসে,
শুধু দীর্ঘশ্বাসে কি আর
এরা নিশ্চিহ্ন হবে…?
চলো হাতে হাত রেখে
রুখে দাঁড়াই;
স্বপ্ন দেখা অনেক হয়েছে
এবার বাস্তবে ফিরি…
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।
কবিতা বেশ ভাল লাগল
শুভেচ্ছা কবি
ভালো লাগলো, মন্তব্য পেয়ে।
শুভেচ্ছা আপনার জন্যও রইলো।
ভালো থাকুন।
প্রথম পৃষ্ঠায় এক জন লেখকের দুইটা লেখা পোষ্ট করা যাবে না
এতে নীতিমালা ভঙ্গ হয় ।
এই নীতিমালা কিন্তু সব ব্লগেই আছে
ভাইয়া ব্যাপারটা একটু দেখবেন
darun kabbotaa darun kobbo anek valo laglo kobi