নোটিশ
বাহিরে বৃষ্টি আমি কুটিরে
এই লেখাটি ইতিমধ্যে 886বার পড়া হয়েছে।
বাহিরে বৃষ্টি আমি কুটিরে
জাফর পাঠান
বাহিরে বৃষ্টি আমি আছি কুটিরে
মনের কুঠোর থেকে আমি বাহিরে,
ধরার জঠরে ভাব ঘুরে ফিরে
ঘূর্ণি ধরে ভাবের অন্তঃপুরে,
বাহিরে বৃষ্টি আমি আছি কুটিরে।
নয় ঝিরি ঝিরি-নয় ফিরি ফিরি
অঝোরে ঝরে, মেঘ বক্ষ চিরি।
ভাবিয়া ফিরি-পাতিয়া পিঁড়ি
আমি কি করি,
ভাবে ডুবি- ভাবি রকমারি
অতীতকে স্মরি।
মুসলধারে বৃষ্টি-ভাবের জাগে দৃষ্টি
প্রতি ফোটাতে লক্ষ স্বপ্নের সৃষ্টি,
বাঁধি স্বপ্নকে মুঘলী সুরম্য কুঠিরে!
বাহিরে বৃষ্টি আমি রম্য কুটিরে।
৮৭৪ বার পড়া হয়েছে
কারা স্বপ্ন দেখে, যাদের স্বপ্ন দেখার যোগ্যতা রাখে,ধন্যবাদ কবি, খুব ভাল লাগল।
কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লেখায় কবিতার প্রাণ খুঁজে পেলাম।
খুব ভাল লাগল কবিতা
ভিজিয়ে দিলেন এক্কেবারে। অনেক ভাল ল্লাগল কবিতা