Today 19 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বিপরীতে

লিখেছেন: লুৎফুল আহসান | তারিখ: ০৬/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 565বার পড়া হয়েছে।

অনেক কিছুইতো নেই ।

অনেক কিছুইতো ছিলও না কখনো।

বাঁকা চোখের ইশারা, গোপন করা হাসি।

ফিশফিশ করে বলা “ভালবাসি ভালবাসি”

ঘামে ভেজা কপালে লজ্জাবতী ওড়নার ছোয়া…

স্যাতস্যেতে সন্ধায় পাশে বসে গিলে খাওয়া সোডিয়াম আলো ।

আইসক্রিম না পাওয়ার অজুহাতে ফুলে থাকা টোল পড়া গালও।

টুকটাক খুনসুটিতে মেতে ওঠা আয়েশী পাগলামী…

কিছুইতো নেই ।

কিছুতো চাই ।

বেঁচে থাকার জন্য এক প্লেট বিরিয়ানি আর দামী নিকোটিন ই যথেষ্ট নয়।

 

অনেক কিছুইতো নেই।

অনেক কিছুই তো ছিলও না কখনো।

একটি সুন্দর বিকেল,ঠান্ডা দুপুর

প্রেয়সীর পায়ে বিলাসি নুপুর ।

রাত জেগে জোছনায় স্নান করে শুরু করা নাগরীক জীবন।

সন্ধার শুরুতেই টিউবলাইটের সাদা আলো ।

খাওয়ার পর এক খিলি পান,তাও ভালো

সস্তা জীবনের বাইরে কৌতুহুলি দৃষ্টি …

কিছুইতো নেই।

বেঁচে থাকার জন্য দু মুঠো ভাত আর কয়েক চামচ ডাল ই যথেষ্ট।

৫৫২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২ টি
সর্বমোট মন্তব্য: ৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-০৫ ০৮:১৩:৫৩ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  লাইন ক’টি বেশ ভাল লাগল –
  “অনেক কিছুই তো ছিলও না কখনো।
  একটি সুন্দর বিকেল,ঠান্ডা দুপুর
  প্রেয়সীর পায়ে বিলাসি নুপুর ।’

 2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধ হবার মতো লিখনী
  সুন্দর প্রকাশ

  শুভ কামনা
  শুভ সকাল

 3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  অনেক কিছু কখনো না থাকলেও এখন অনেক কিছুই পেতে যাচ্ছেন । :) এই ব্লগে লিখতে শুরু করেছেন যে !
  ভাল লিখেছেন কবি । শুভেচ্ছা নিবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top