Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রেম বার্ষিকী

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ১৩/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 2775বার পড়া হয়েছে।

অপার আনন্দের অপরূপ মূর্ছণায়

গড়ে তোলা জীবনের এ সুরধারায়

আরো গভীর অনাবিল শান্তি সুখে

প্রেমের সুধা ঝরে আমার এ বুকে ।

‘সিনি’,আমাদের একত্র জীবনীতে

পেয়েছি অমরলোক এই পৃথিবীতে

হাজার ঝঞ্ঝা ঝড়ে আমাদের বাসা

ছড়ায় চাঁদরূপ জীবনের আশা ।

বার্ষিকীর বন্ধন গড়ি শুভ পরিনয়ে

সংসার সাজাই ভালোবাসার অন্বয়ে ;

রোজ পাই মুক্তির অনন্ত উদারতা

আমরাই যুগ আমরাই প্রেম সরলতা ।

-০-০-০-

 

 

২,৬৫৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল কবিতাটি । শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর !

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দারুন লিখেছেন। সিনি কি নামের সংক্ষিপ্ত রূপ

 4. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  অপার আনন্দের অপরূপ মূর্ছনায়
  গড়ে তোলা জীবনের এ সুরধারায়
  আরো গভীর অনাবিল শান্তি সুখে
  প্রেমের সুধা ঝরে আমার এ বুকে ।

  বাহ সুধাকরের সুধাময় কবিতা। ভাল লাগল রেবা দা। অনেক শুভেচ্ছা রইল।

 5. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  //////
  বার্ষিকীর বন্ধন গড়ি পরিনয় হয়ে

  সংসার সাজাই ভালোবাসার অন্বয়ে

  রোজ পাই মুক্তির অনন্ত উদারতা

  আমরাই যুগ আমরাই প্রেম সরলতা ।
  /////////////////////
  খুব ভালো লাগলো আপনার লেখনী। শুভবিবাহ বার্ষিকী।অফুরান প্রেম থাকুক সতত।

 6. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সুন্দর।ভাল লাগল।।

 7. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  হাজার ঝঞ্ঝা ঝড়ে আমাদের বাসা

  ছড়ায় সবার মনে জীবনের আশা ।
  ……………………..

  ভালো লাগলো

 8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ছড়ায় সবার মনে জীবনের আশা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top