Today 05 Mar 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বৃষ্টি সমাচার

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০৫/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 904বার পড়া হয়েছে।

আজিকার এই সারদ বেলা
মহাকাশের মহা ছামিয়ানার নীচে একরত্তি বিল্ডিং ,
ধূসর ছাদ ; মহাকর্ষণের মত টানে সুকোমল বৃষ্টির ফোঁটা
পাগলা ঘোড়ার মত নাচে এই মন, নাচে ময়ূরীর মত মেলে পেখম
বাবা দেখায় অহেতুক সর্দি-কাশির ভয়
পাশের ডোবায় একটানা ডাকে কোলা ব্যাঙ
ফুলের টব গুলো করে বৃষ্টি বিলাস , কাটে ভেংচি আমায়
পূর্ণিমা শশী বসিয়েছে হাট অফুরান স্নিগ্ধ জ্যোৎস্নায়
কবিতারা ছুঁড়ে মারে কলম
আনকোরা খাতা ফেলে দৌড়ায় ছাদে
দল বেঁধে পিছু পিছু আসে টিকটিকির দল
উদোম শিশ্ন মেলে এক সাথে করে হিসু
লজ্জায় লাল হয় বৃষ্টিরা
দূরের ঝোপে মুখ টিপে টিপে হাসে জোনাকিরা
বাদল ধারা শুনায় শাওন সংগীত
নতুন সুর বেড়ায় খুঁজে ওস্তাদ আলাউদ্দিন খাঁ
সিঁড়িতে শোনা যায় বাবার জুতোর আওয়াজ
হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যায় দ্রুত
জালি বেত ভাসে চোখে , অজান্তেই হাত চলে যায় কানে
হাসতে হাসতে বাবা বলে, আসুক বৃষ্টি, আসুক জোরে
মনের যত ময়লা ভেসে যাক পানির তোড়ে ।।

৯৩৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  ধূসর ছাদ ; মহাকর্ষণের মত টানে সুকোমল বৃষ্টির ফোঁটা
  পাগলা ঘোড়ার মত নাচে এই মন, নাচে ময়ূরীর মত মেলে পেখম
  বাবা দেখায় অহেতুক সর্দি-কাশির ভয়

  সুন্দর কবিতা জসীম ভাই।ধন্যবাদ।অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম।

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  অশেষ ধন্যবাদ মুন —- ।।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগা কবিতায়

 4. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  গ্রামের সরল চিত্র ফুটে উঠেছে কবিতায় । সুন্দর ।

 5. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ সাঈদ ভাই ।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভালোই লিখেছেন , অসংখ্য ভাল লেগেছে ।

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি আরজু মুন এর সাথে সহমত দিলাম
  মুগ্ধ কর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top