Today 14 Dec 2018
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বেঈমান পুরুষ

লিখেছেন: নিঃশব্দ নাগরিক | তারিখ: ০৬/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 336বার পড়া হয়েছে।

নিম্ন মধ্যবিও সমাজে পুরুষের মতো বেঈমান আপনি দ্বিতীয়টি খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ । এরা বাবা-মায়ের কাছ হতে প্রান পেয়ে একসময় তারুন্যে প্রবেশ করে এবং সাথে সাথে অভিযাত্রা করে  বেঈমানের পৃথিবীতে । এদের শখ আহ্লাদের কমতি থাকে না । থাকে না ভাব স্বভাবের অভাব । ফলে তাকে অচিরেই সংসারে প্রবেশ করতে হয় । কিন্তু আহ্লাদি সংসার আর দায়িত্ব রূজু পরিবারের ঝাঁতাকলে পড়ে এদের ভাব অভাব দূর হতে বেশী সময় নেয় না । এরা পরিবারের কাছে অতিশয় বউ প্রেমিক আর বউয়ের কাছে ন্যায়নিষ্ঠ পরিবার কর্তা হয়ে সুখ অসুখ দুটোই হারায় । জগতের কাছে তখন তার একটাই পরিচয় । বেঈমান । কেননা তার সামর্থ্য তাকে পরিবারের কাছে যেমন তেমনি বউয়ের কাছেও অস্হির লজ্জায় ফেলে দেয় । এই লজ্জা না যায় প্রকাশ করা, না  যায় গোপন করা ।

 

পুরুষের মতো বেঈমান আমাদের সমাজে আর নেই ।

 

 

৩৭৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
an impossible one with the maximum possibility to be a possible one.
সর্বমোট পোস্ট: ১২৬ টি
সর্বমোট মন্তব্য: ৩১৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-৩১ ১৭:৪৬:৩৭ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আপনার কথাগুলো ভাল লাগল।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  পুরুষের মতো বেঈমান আমাদের সমাজে আর নেই ।

  হায় খোদা এ কি শুনি।একপুরুষের মুখে আরেক পুরুষ বেঈমান।

  নিঃশব্দ নাগরিক আল্লাহ জানে কি বেঈমানী করছে নিঃশব্দে তার বউয়ের সাথে তাই বলে কি সবপুরুষ বেঈমান।না না এই ষ্টেটমেন্ট কিছুতে ঠিক না।
  ধন্যবাদ আপনার লেখার জন্য যদিও স্টেটমেন্ট সম্পূর্ন ফলস।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হেহেহে আরুজ আপি ঠিক কইছ

  লেখা ভাল তবে …….সব তো আর এক না

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  আপনি যে অবস্থার কথা তুলে ধরেছেন এ অবস্থায় সংসার টাকে চালিয়ে নেওয়াকে বঈমানী বলা যায় না । শুভ কামনা ।

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আসলে পুরুষ বা নারীকে ইন্ডিকেট করে বলা মনে হয় ঠিক হয়নি।

 6. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  পুরুষ বা নারী সে যেই হোক তাদের প্রতি সম্মান নিয়ে ক্তহা বলতে হবে।

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি আরজুু আপা র সাথে সহমত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top