Today 08 Apr 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বোবাকান্না

লিখেছেন: আযাহা সুলতান | তারিখ: ১২/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 845বার পড়া হয়েছে।

বিধি, আমাকে বাকরুদ্ধ করে দাও

দৃষ্টি দিয়ে শুধু সৃষ্টির তামাশা দেখাও

আর করতে চাই না শান্তির কলরব–

অনেক কথা বলার মাঝে দুঃখ হে রব।

 

বিধি, বিধানের কাছে পরাজয় করো না

বলতে গেলে অনেক কিছু বলা হয় না

কর্মে মানুষ ন্যায়বান অকর্মে শয়তান–

আকাশের মাঝে চাই না আমার স্থান।

 

বিধি, সান্ত্বনার গরজ কি শান্তির দুয়ারে

বড় যে হতে চায় বড় করো তারে

পাখনা ছাড়া মানবের কত প্রখর–

তার থেকে বিরত থাকায় শ্রেয়কর।

 

বিধি, মানুষেতে যদি থাকত অদৃশ্যশক্তি

তুমি স্রষ্টা আছ বলে মানত না যুক্তি

এতটুকু পেয়ে ক্ষুদ্র মনুষ্যের গর্ব কত–

আরটুকু পেলে তুমি জান মানুষ কী হত।

 

বিধি, কোথায় আছে দেখাও নরাধের ধাম

আমাকে জানতে হবে হীনাত্মার পরিণাম

মানুষ কেন মানুষের কাল হয় চিরকালে–

আমার বোবাকান্নাও স্তব্ধ করে দাও তা হলে।

২০ আষাঢ়, ১৪২০–

মানামা, আমিরাত।

৮৯৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৭ টি
সর্বমোট মন্তব্য: ১০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৯ ২২:০৪:১৮ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  বেশ সুনদর লিখেছেন

  অনেক ভাল লাগা।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  বিধি, মানুষেতে যদি থাকত অদৃশ্যশক্তি

  তুমি স্রষ্টা আছ বলে মানত না যুক্তি

  এতটুকু পেয়ে ক্ষুদ্র মনুষ্যের গর্ব কত–

  আরটুকু পেলে তুমি জান মানুষ কী হত।
  ভাল লাগল আযহা

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।

 4. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  প্রতিটি অংশই খুব ভালো লেগেছে। এখনো অনেক কিছুই শেখার আছে আপনাদের কাছে।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  কবিতাটি সুন্দর হইছে ।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর হইছে । শুভকামনা রইল

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  অপূর্ব, অনিন্দ , ধন্যবাদ কবিকে।

 8. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর একটি লেখা
  ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top