Today 22 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ব্যবধান

লিখেছেন: আযাহা সুলতান | তারিখ: ১৬/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1092বার পড়া হয়েছে।

সেই এক সময় ছিল

তোমার বৈঠকখানায় না গেলে

রাতের খাওয়াঘুম হারাম।

 

এই এক সময় এসেছে

জীবনের অনেক বেড়াজালে আটকে

তোমার থেকে বহু দূরে।

 

বিরহব্যথার কত যে দরদ

দূরে গেলে বুঝা যায় আপনহারা বেদনা কী

পদেপদে হয় ব্যথার উপলব্ধি।

 

আহা রে দিন চক্রকার

ঘূর্ণিপাকে ঘোর বিপাকে পড়ে

ভুলতে হয় চেনা পথ।

 

এপারে আমার কণ্ঠ ক্ষীণ

ওপার থেকে তুমি কেন পার না

দিতে সবল হাতছানি।

 

১৯ জ্যৈষ্ঠ, ১৪১৯–

মানামা, আমিরাত।

 

১,১৯৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৭ টি
সর্বমোট মন্তব্য: ১০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৯ ২২:০৪:১৮ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. ফেরদৌসী বেগম মন্তব্যে বলেছেন:

  সেই সময় আর এই সময়, এপার আর ঐপার, এইগুলোর মধ্যে দূরত্ব কিংবা তফাত আছে বলেই তো এত ব্যবধান। বেশ সুন্দর লিখেছেন। কবিতায় ভালোলাগা আর শুভকামনা রইলো এবং রইলো বিজয় দিবসের শুভেচ্ছা আর অভিনন্দন।

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  সেই দিন আর এই দিনে যদি তফাত না থাকে তবে জীবন সম্পর্কে উপলব্দি আসবে কোথা তেকে । শুভ কামনা । ভাল থাকুন ।

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  প্রেমের সুখ স্মৃতি বিরহ বেদনা দুই আবেগ একই কবিতায় সময়ের ব্যবধানে ভিন্ন আবেগে চিত্রায়ন এই কবিতায়।ভাল লাগল আযহা ।

  ধন্যবাদ এই চমৎকার কবিতা লেখার জন্য।অনেক শুভ কামনা।

 4. বিএম বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

  Bah, Darun Likhesen. Thanks.

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  এপারে আমার কণ্ঠ ক্ষীণ

  ওপার থেকে তুমি কেন পার না

  দিতে সবল হাতছানি।–কবিতার উপমাগুলি বেশ সুন্দর।ভাল লেগেছে লেখা।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বিরহব্যথার কত যে দরদ
  দূরে গেলে বুঝা যায় আপনহারা বেদনা কী
  পদেপদে হয় ব্যথার উপলব্ধি।
  অনেক ভাল লাগল ।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দরদ্মাখা কবিতা ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top