Today 17 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভলভোতে চড়ে সুন্দরী যায়……..

লিখেছেন: এ টি এম মোস্তফা কামাল | তারিখ: ২৯/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1189বার পড়া হয়েছে।

রাজপথে প্রস্ফুটিত ভলভোতে
প্রজ্জ্বলিত এক চা-খোর সুন্দরী
কাপপ্লেট হাতে
হাসিমুখ
চা খেলেই বুঝি হাসি দিতে হয় ?
কী জানি ? হয়তো হয়
সুন্দরীরা জানে এসবের গুঢ় রহস্যতা
সুন্দরীরা আরো কতো ভেদ জানে !

আমি ও মফিজ ও কুদ্দুস ও
প্রবাল ও শৈবাল ও মার্টিন
ও স্বপ্নযুবক ও …….
সবাই তাকাই- এমনকি অন্য রূপসীরা !
চোখে থাকে কী সকল কথা
সে তো ঐ সুন্দরী জানে !
আমরা জানি না !

ভলভোতে চড়ে ও সুন্দরী,
পথ কেটেকেটে কই যাও ?
মিরপুর ? সেনপাড়া ? ফার্মগেট ?
কারওয়ান বাজার ?
শাহবাগ ? প্রেসক্লাব ?
মতিঝিল ??
বিআরটিসির আঁধার গ্যারাজে ?
তোমার হাসিও যায়
সাথে কাপ-প্লেট

আসল মজার কথা
ভলভোর যাত্রী হলে
সে সুন্দরী চোখের আড়াল !
অন্যগাড়ী, বাস
পাশে শোয়া পথ থেকে
চোখ পেতে ধরে নিতে হয়
চোখে ও মগজে

রোদজলে, শীতে ও শরতে
দিনেরাতে হেসে চলে সেই রূপবতী !
হেসেই চলেছে !
আরকোন ভাষা জানেনা সে !
আর কোন কাজে আসেনা সে !

তবে কী সকল সুন্দরী
এরকম হয় !
এরকম প্রাণহীনময় !

১,২৮৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭২ টি
সর্বমোট মন্তব্য: ১৩৫২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০২:৫৫:১৯ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

 1. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “তোমার হাসিও যায়
  সাথে কাপ-প্লেট”
  “পাশে শোয়া পথ থেকে
  চোখ পেতে ধরে নিতে হয়
  চোখে ও মগজে”

  ভাল লাগল।

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  সত্যিই সুন্দর ভাবনা….

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভলভোতে চড়ে সুন্দরী যায়……..
  ডট সর্বোচ্চ তিনটি ব্যবহার করা উত্তম।
  যেমন- ভলভোতে চড়ে সুন্দরী যায়…
  ভাল লাগল আপনার কবিতা।

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  ভোলভো-র মতো দামী গাড়ীতে যে চড়ে, সে তো বাংলাদেশের পেক্ষাপটে রাজকুমারী। রাজকুমারীকে নিয়ে কবিতা লিখেছেন, জেল খাটতে হবে না তো আবার ? কবিতা ভালো লেগেছে।

  • এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

   এ কবিতার পেছনের ঘটনা হলো- বিআরটিসির দোতলা ভলভো বাসের গায়ে চা পানরতা এক সুন্দরী মডেলের ছবি ছিলো। সে সুন্দরীকে নিয়েই এ কবিতা। এখন ঠিক করুন জেলটা কয় বছরের হতে পারে। হা হা হা !

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সুন্দরীকে ডিসটার্ব করেন কেন?

 6. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে আপনার কবিতা। সুন্দরীর সাজসজ্জা যাওয়া আসা এ সবের প্রতি এত নজর কেন,ভাই? হ্যাঁ,নজর না দিলে এমনটা কি হতে পারত?

  • এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

   মিন্টু ভাইয়ের কমেন্টের জবাবটা দয়া করে পড়লে জবাব পাবেন। তবে কথা হলো আমরা না দেখলে সুন্দরীদের সাজের দাম কি ?

 7. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  সুন্দরীর ব্যাপারে আপনার বিশ্লেষণ ভালো হয়েছে।

 8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ভলভোতে চড়ে ও সুন্দরী,
  পথ কেটেকেটে কই যাও ?
  পারনা কি নিতে আমায়?
  তোমার সাথে আমায় নিয়ে যাও।

 9. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  অন্যরকম লেখা
  ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top