Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভার্জিন চাঁদ

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০৫/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 613বার পড়া হয়েছে।

কিছু পোয়াতি মেঘ আকাশ কালো করে
দল বেঁধে নেমে এসেছিল কাল সেখানে,
যেখানে রেললাইনের পাশের সেই এক হাত বস্তি
হঠাত শ্রাবণ সেখানে জমে গেলো এক ভার্জিন চাঁদে
আমিও নির্নিমেষ তাকিয়েছিলাম
আর
ক্ষণপ্রভা সেও দিয়েছিল দু’আজলা ভরে
ভেজা ত্রিপিছে মোনালিসা হাসি তাকে এনে দিয়েছিল ক্লিওপেট্রা
স্বপ্নের ঘোর কোনো মতেই কাটছিল না আমার !

এদিকে বেরসিক কিছু আধ মাতালের
এক টান
দুই টান
সুখ টান
চারদিকে ধুম্রজালের গজাল
আর
বেগতিক হাসি ও জাবর কাটা কাশি,
উপায়ান্তর না দেখে
এক কুঁড়ে ঘরের ডোরা কাটা আঁচলে মুখ লুকায় সে
আমার আজন্ম লালিত ভার্জিন চাঁদ !

অতঃপর আর ভাল লাগছিল না সুতিয়াখালি
আমার চাবুক সময়
কিছুক্ষণ আগেই যে আমার ইতিহাসে ঢুকে গিয়েছিল
তবু তাকিয়েছিলাম শুন্যের ভেতর
যদি ফিরে আসে সে
যদি ফিরে আসে ———–!!

৬০৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লেখনি কবি।

  একবার নেবেন আপনার সুতিয়াখালিতে??

 2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  দারুণ।শুভেচ্ছা জানবেন প্রিয়।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  দারুন । দারুন লেখাটি ।
  ভাল থাকবেন ,

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি খুব ভাল লাগল । শুভ কামনা ।

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ভার্জিন চাঁদ । খুব আধ্যাত্মিক ।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগলো
  আধ্যাত্মিক লীখনী
  শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top