Today 13 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভিক্ষা দাও

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ২৪/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 799বার পড়া হয়েছে।

হাঁটু গেড়ে কোথাও না কোথাও
হাত পেতে অনুনয় সুরে আমরা
ভিক্ষা চাই এই বলে দাও দাও ;

কতক শুনে কতক বা শোনে না
কিছু ঝুলে রয় কিছু বা অজানা
অনেক তো পাওয়া হয় বা হয় না
ভিক্ষার ঝুলি ভরে অর্জনে অন্যন্যা ।

মনটা সুদৃঢ় থাকে মাথা থাকে উন্নত
দয়া মায়া ক্ষমা শুধু যে দিতে হয়
হাত ফেলে অপার্থিব মাগি আস্বাদ
জীবনের গৌরব যে তারই অংশীদার
আশাতে আকাশ মাখি বিষয় সম্মত ।
-০-০-০-

৭৮৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “হাঁটু গেড়ে কোথাও না কোথাও
  হাত পেতে অনুনয় সুরে আমরা
  ভিক্ষা চাই এই বলে দাও দাও;”

  পঙ্ক্তিটি বেশ লাগল
  শুভেচ্ছা কবিকে –

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কবিতা ভাল লাগল দাদা

  ভাল থাকুন

 3. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  কবিতা ভালো লাগলো দীপঙ্কর দা

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন

  ভালো লাগলো পড়ে ‘
  থাকলো শুভ কামনা

  শুভ সন্ধ্যা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top