Today 20 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভিজব দুজন ঘোর তমসার ঘন বৃষ্টিতে

লিখেছেন: রাজিব সরকার | তারিখ: ০২/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 903বার পড়া হয়েছে।

ভূ ভূ করে ঘুরছে আমার ফ্যান
আচমকা নিভে গেল টেবিল ল্যাম্প।
দখিনা বাতাসে টং করে দেয়ালের সাথে বাড়ি খেল দরজা
ঠিক তখনি তোমার হাতে হাত রাখি
মুখে কি যেন বলবে তখনি এলোপাতাড়ি বৃষ্টি
আমি বললাম-চল ভিজি।
এত রাতে?
তাতে কি?
বুড়ো বয়সে ভীমরতি
বুড়ো হলে কি হবে ভালবাসাটা তো একদম খাটি।
দেখ নাতি নাতনী কেউ দেখে ফেললে?
কেউ জেগে নেই সবাই ঘুমে।
না না ঘুম ভেঙ্গে কেউ দেখে ফেললে হবে কেলেংকারী
হলে হবে তবু চল ভিজব দুজন ঘোর তমসার ঘন বৃষ্টিতে।

৮৯৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-৩০ ১৬:১৭:৫০ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  দখিনা বাতাসে টং করে দেয়ালের সাথে বাড়ি খেল দরজা
  ঠিক তখনি তোমার হাতে হাত রাখি
  মুখে কি যেন বলবে তখনি এলোপাতাড়ি বৃষ্টি
  আমি বললাম-চল ভিজি।

  ব্যাপার কি রাজীব ?কি হয়েছে? হঠাৎ এত তমসাচ্ছন্ন আবেগাপ্লুত।কি হয়েছে ভাইয়া? অনেকদিন পরে আসলে চলন্তিকায়।ভাল আছ তো। চমৎকার রোমান্টিক প্রেমের কবিতা লিখেছ দেখে ১০০ তে ৯৯ দিলাম ।রোমান্টিক লেখা আমার খুব পছন্দ।

  ভাল থাক রাজীব।অনেক শুভেচ্ছা রইল।

 2. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  বাহ! বেশ সুন্দর প্রেমকাব্য।

  শুভেচ্ছা জানবেন

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সহজ বলা প্রেম কথা
  সুন্দর

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দারুন অভিব্যক্তি…. সবার উপরে ভালবাসা

 6. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  বাহ! বেশ সুন্দর। ভাল থাকুন ।

 7. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  তবু চল ভিজব দুজন ঘোর তমসার ঘন বৃষ্টিতে।

 8. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  সবাইকে ধন্যবাদ, কিছু হয়নি মুন আপু। আমি ভাল আছি,আপনে ভাল আছেন তো?অনেকদিন চলন্তিকায় আসিনি,থিসিসের কাজের চাপ খুব বেড়েছিল।এখন আশা করি,নিয়মিত আসব।

 9. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “না না ঘুম ভেঙ্গে কেউ দেখে ফেললে হবে কেলেংকারী
  হলে হবে তবু চল ভিজব দুজন ঘোর তমসার ঘন বৃষ্টিতে।”

  বেশ রোমাঞ্চ আছে তবে আর একটু কাব্যিক হলে ভাল হতো।

 10. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ সহজ প্রেমের কথা সুন্দর লিখনী
  বেশ ভাল
  শুভ কামনা
  শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top