» ভুলের দুনিয়া….
এই লেখাটি ইতিমধ্যে 1121বার পড়া হয়েছে।
ভুলগুলো তুমি ভুল করে
যাও না একটু ভুলে
ভুলবাগানে ভুলে ভুলে
ভরে তোলো ফুলে।
ভুলটা করে যদি গুনো
তোমার ভুলের মাশুল
বলে দিলাম হবে নাতো
তোমার ভুলের উসুল।
ভুলে ভুলে অবহেলায়
পার করেছ বেলা
ভুলেও তো ফিরবে না সময়
এ বড় নিঠুর খেলা।
ভুল করলে তুমি সাথে
আমিও করি সে ভুল
আমার এ ভুলগুলো মানতে
ছাড় দাওনাতো এক চুল।
ভুলে ভুলে কাটাকাটি
আমি তুমি সমান
আমি শুদ্ধতায় আর তোমার
জারি ভুলের ফরমান।
তাতে কি ভাবো যে তুমি
ভুলটা হবে শুদ্ধ?
ভুলে ভুলে দিন রাত করো
শুদ্ধতার পথ রুদ্ধ।
Monday, 12 May 2014 at 22:43

১,১০৩ বার পড়া হয়েছে
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় ।
আমার দুই ছেলে তা-সীন+তা-মীম
====================
আমি আসলে লেখিকা নই, হতেও চাই না
আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না
তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই
সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি ।
লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ......................
========================
এটা হলো ফেইসবুকের কথা........
==========================
কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না ।
পোলার মা হইছি বইল্যা খালাম্মা
নট এলাউড.........
================
এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
=======================
কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ
চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB
=========================
এই হলাম আমি........
=================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
ভুলের দুনিয়ায় মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক , কিন্তু যে ভুল বুঝার পর অনুতপ্ত ও অনুশোচনা করতে পারে সেই তো মানুষ।
অনেক ধন্যভাদ ভাইয়া
ভুলের জন্য অভিমানের প্রকাশ ভাল । কিন্তু কবিতা হিসেবে সেই একই সমস্যা । কবিতাটি মাত্রা বৃত্ত ছন্দে লেখা । এর চরনের মাত্রা বিন্যাস নিম্ন রুপ——
১ম স্তবক–১০/৮ মাত্রা, ২য় স্তবক–৯/৬ মাত্রা, ৩য় স্তবক-৯/৯ মাত্রা, ৪র্থ স্তবক-৯/৯ মাত্রা , ৫ম স্তবক–৯/৭ মাত্রা, ৬ষ্ঠ স্তবক– ১০/৯ মাত্রা, ৭ম স্তবক– ৯/৮ মাত্রা, ৮ম স্তবক–১১/১০ মাত্রা, ৯ম স্তবক–৮/৭ মাত্রা, ১০ম স্তবক– ১২/৯ মাত্রা, ১১শ স্তবক–৮/৮ মাত্রা ও ১২শ স্তবক– ১০/১০ মাত্রা , যা একটি ভাল কবিতার জন্য গ্রহন যোগ্য নয় । ভাল থাকুন ।
ভাইয়া প্রথম স্তবকের মাত্রাটা একটু বুঝিয়ে দেন প্লিজ
আমি ত মাত্রা গুনে লিখেছি। সবগুলো ৮/৬ মাত্রায়
:'(
:'(