ভুল করে হলেও
এই লেখাটি ইতিমধ্যে 1085বার পড়া হয়েছে।
কত প্রহর ভেস্তে গেল হাতে
তালুতে থেকে গেল কর্তব্য,
দ্বায়িত্ব ছিলো যা সেও রয়ে গেল
উড়ন্ত পাহাড় ডাক দিলো বলে;
ঝর্ণা হবার সাধ জেগেছিলো একদা।
বুকে ছিলো কাঁকনের নিচের;
অবিরাম মুক্তোর সুখ,
খোলসে চুপচাপ।
হাঁরালাম একেবারে।
বেসামাল হলো মন;
হাতড়ালো একটি দেহ
একটি হাত, একটিই চোখ,
কই গেল, নেইতো…
চোখের সামনে অথবা কোথাও।
শ্বাস জমে যাচ্ছে;
বুক পতঙ্গের ডানা ছিড়ে যাচ্ছে
ইটের নিচে চাপা পড়া মন-ঘাসের রং হচ্ছে সাদা,
ইতিহাস থেকে বিদায় নিচ্ছে বাতাস
একফোটা অক্সিজেন নেই কোথাও।
বেঁচে থাকাট বড্ড জরুরী, তাই
ভুল করে হলেও বলে যাও ভালোবাসি।
১,০৭৮ বার পড়া হয়েছে
কর্মজীবনে আমি একজন সফটওয়্যার প্রকৌশলী। শ্রমিক হিসাবে কাজ করছি পূবালী ব্যাংক লিমিটেডের জন্য।
লেখালেখি করছি ১২ বছর যাবৎ। প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয় ২০০৪ সালে প্রথম আলোর "ছুটির দিনে" নামক একটি সাপ্তাহিকীতে "বেপরোয়া" ছদ্মনামে।
অনলাইন লেখালেখিতে পদার্পণ করি ২০০৯ সালে "প্রথম আলো ব্লগ" এর হাত ধরে। সেখানেও আমি লেখালেখি করেছি "বেপরোয়া" নামে। একই সাথে লিখতে থাকি ফেসবুকে আমার পাতাতে ওই একই সময়ে।
এরপর যুক্ত হই "মুক্ত ব্লগে" ২০১০ সালে "সুমনাস'শ" নাম ধারণ করে। সর্বশেষ যুক্ত হই "ঘুড়ি ব্লগ"-এ ২০১৪ সালে "সুমন সাহা" নামে এবং এখন থেকে চলন্তিকার সাথে যুক্ত হলাম ওই একই নামে।
বেশ আগে একজন বলেছিলো, টেক পাবলিক হয়েও কিভাবে এমন লিখতে পারেন আপনি। আমি বলেছিলাম, "লেখারা নিজে থেকে এসে শব্দোৎপাত করলে কি করবো বলুন । অন্য কেউ হয়তো তাঁর কথাগুলো আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। আমি লিখছি না, আমাকে দিয়ে খোদাই করানো হচ্ছে এই যা।"
এই দেখুন লিখে দিলাম, "এ আমার আপন সত্ত্বা, মিলেমিশে একাকার হয়ে তোমার প্রাচীন নিশ্বাস মিশে, অন্ধকারের মাঝে এ আমি কাকে খুঁজি?..."
অবশেষে এই অলেখক অবলেখনে বলছে, এই হিজিবিজি অংশখানি পুরোটুকু সময় দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পাশে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।
সর্বমোট পোস্ট: ৭৬ টি
সর্বমোট মন্তব্য: ২৯৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০১-০৩ ০২:৫৪:৩১ মিনিটে
পড়ে মুগ্দতা জানিয়ে গেলাম
..
শুভ কামনা
ভাল ভাবনার প্রকাশ
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সবুজ ভাই।
শুভেচ্ছা জানবেন।
ভাবনায় ভাবাচ্ছে আমাকেও ! সত্যিই যেন ইতিহাস থেকে বিদায় নিচ্ছে বাতাস ! একফোটা অক্সিজেন নেই কোথাও ।
তবে ভালোবাসা কিন্তু ছিল, আছে এবং থাকবেই ! তাই ভুল করে নয় সুস্থ মস্তিস্কেই জানিয়ে গেলাম কবিতার প্রতি ভালোবাসা ।
শুভেচ্ছা রইলো প্রিয় ।
অনেক ভালোলাগা সুন্দর মন্তব্যে।
শুভেচ্ছা জানবেন।
ভালো থাকবেন।
এহেহ রে…কোথাকার কে ভালবাসলে বাসুক আর না বাসলে না বাসুক তাই বলে আমার ভাই এর ভালবাসার জন্য অক্সিজেন-এর অভাব হবে? আমরা বেঁচে আছি কিল্লাই? ….. 😛
এত ভাল কাউকে বেসোনা ভাই… এত ভালবাসা ভাল নয়…! নিজেকেই অনেক বেশি ভালবাসতে হয়…! ভাল থেকো…!
//এহেহ রে…কোথাকার কে ভালবাসলে বাসুক আর না বাসলে না বাসুক তাই বলে আমার ভাই এর ভালবাসার জন্য অক্সিজেন-এর অভাব হবে? আমরা বেঁচে আছি কিল্লাই? ….. 😛
এত ভাল কাউকে বেসোনা ভাই… এত ভালবাসা ভাল নয়…! নিজেকেই অনেক বেশি ভালবাসতে হয়…! //
হা হা হা।
খুব ভালো লাগলো মন্তব্যে আপি।
শুভেচ্ছা জানবেন।
খুব ভাল লাগল –
“বেঁচে থাকাট বড্ড জরুরী, তাই ভুল করে হলেও বলে যাও ভালোবাসি।”
আবার একটু দেখে নিন কবি: হারালাম, ছিঁড়ে…
ভালো লাগলো মন্তব্যে।
//আবার একটু দেখে নিন কবি: হারালাম, ছিঁড়ে…//
দেখে নিলাম।
শুভেচ্ছা জানবেন।
চলন্তকিাতে এখন দেখছি অনেকেই ভাল লিখছে।