Today 26 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভুল

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ০৪/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1027বার পড়া হয়েছে।

ভোর নিশিতে সুধা সুরে মুয়াযযিন হাঁকে
নাউম থেকে সালাত ভাল এই বলে সে ডাকে
পাখ পাখালি গাছ গাছালি ,ঘরের মোরগ ভাই
কক্ ককিয়ে কি বলিছে , তোমরা বুঝ নাই ?
ঘুম ছেড়ে দাও ওযু করে খোদার ঘরে যাও
অসীম সুখ জান্নাতের মিফ্তাহ হাতে নাও
আযান শুনে ঘরে বাইরে বসে রইল যেজন
তারা তো ভাই ইবলিশের, দোসর কিংবা স্বজন
চন্দ্র , সূর্য্য , তরু লতা ওরাও সিজদা করে
আযান শুনে মুসলিম থাকে কু আড্ডায় পরে
যে দিল ভাই সুন্দর তনু সুখের সংসার
গগন চুম্বি অট্টালিকা সম্পদের পাহাড়
তারেই আজ ভুলে গেছ ধরণীর মায়ায়
পাপ তরিকার হইছ পথিক শয়তানের ধোকায়
খোদার বিধান তিক্ত লাগে অসহ্য বোধ হয়
পাপ কর্ম করতে কেবল লাগে সুধাময়
সালাত বিনা দাবি করি খাঁটি মুসলমান
সেই জনমে এই দাবি যে হইবে প্রত্যাখ্যান
সত্য ছেড়ে মিথ্যের পিছে হয়েছিলে মশগুল
চোখ বুজিলেই দেখতে পাবে , কি করিছ ভুল !

১,০৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  সুন্দর অন্ত্যমিলে লেখা কবিতা !

 2. জামিলা পান্না মন্তব্যে বলেছেন:

  আপনার লেখার হাত ভাল। প্রতিভাও আছে। আগে অনেক লিখতেন। এখন লিখেন না কেন?

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  মন্তব্য জেনে খুশি হলাম

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  খুবি, খুবি, খুবি সুন্দর, ধন্যবাদ, ভালো থাকবেন।

 5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “সত্য ছেড়ে মিথ্যের পিছে হয়েছিলে মশগুল
  চোখ বুজিলেই দেখতে পাবে , কি করিছ ভুল !”
  ছন্দে ছন্দে একটা সুলিখিত কবিতা পড়লাম।
  কবিকে অভিনন্দন ও ষুভেচ্ছা –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top