Today 31 Mar 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মঙ্গলালোকে সূবর্ণ আলোয় বেঁচে উঠ শুদ্ধতায়

লিখেছেন: চারু মান্নান | তারিখ: ১৭/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 777বার পড়া হয়েছে।

একটা সময় ছিল মানুষের প্রতিপক্ষ,
প্রবাহমান পৃথিবীর নানা প্রতিবন্ধকতা, এখন মানুষের প্রতিপক্ষ মানুষ
মানুষ সব সময় অসহায় প্রাণী, তা তারা বার বার ভুলে যায়
অতীতের শিক্ষা বেমালুম ভুলে বসে থাকা চিত্ত সুখে।

এ কেমন ধৃষ্টতা? আজ মানুষ মানুষের শত্রু
নীতির বিড়ম্বনায় হত্যা, চাতুরতায় খুন রাহাজানি বিভ্রম উদাসিনতা
এটা কি বিলাসি দৈন্য? নাকি চিত্তে ক্ষয়ে যাওয়া সবুজ চেতনার ফল?
নাকি কালের চঞ্চলতার বিপন্ন নগ্নতা?

এটা কি বুদ্ধিমান প্রাণী মানুষ না হওয়ার অবক্ষয়?
নাকি তাড়িত রক্তের বঞ্চনা? ক্ষয়ে যাওয়া কাল কি দ্বারপ্রান্ত উপনীত?
এক্ষণ থেকে ফেরার পথ নেই,চাতুরতার রক্ত ঝেড়ে ফেল সময় এখন
মঙ্গলালোকে সূবর্ণ আলোয় বেঁচে উঠ শুদ্ধতায়।

1420@ 21 কার্তিক, হেমন্তকাল।

৮৩৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
=== ব্লগার,চারু মান্নান আমি কবিতা,ছড়া, গল্প লিখি,,,,,,,,,,
সর্বমোট পোস্ট: ৪৯ টি
সর্বমোট মন্তব্য: ২৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ১০:৫০:৩০ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  জান মাল রক্তের ক্ষয়
  তবু হোক মানুষের জয়
  অনেক ভাল লাগা।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  তবু হউক মানুষের জয়

  খুব সুন্দর এবং অনেক ভাল লাগা রইল

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল হয়েছে।

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধকর লিখনী ভালো লাগলো পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top