Today 14 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মনের কথা

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১৩/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 896বার পড়া হয়েছে।

হঠাত মন বলল,
তুমি যা লিখ
তা কবিতা নয়,
যা লিখ না
তা অনেক সময়
কবিতা হয় !!

৮৮১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৮ টি মন্তব্য

 1. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সত্যি সত্যি।
  অনেক অজানা কথা কবিতা হয়ে আড়ালেই থেকে যায় জসীম ভাই।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Eto sadharon keno
  valo thakben
  dhanyabad

 3. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  ভালো লাগা রইল আপনার কবিতায় ।ধন্যবাদ জসীম ভাই।

 4. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  হঠাত মন বলল,
  তুমি যা লিখ
  তা কবিতা নয়,
  যা লিখ না
  তা অনেক সময়
  কবিতা হয় !!

  ভাল লাগল কবিতা। অনেক অনেক শুভেচ্ছা জসিম ভাই। ভাল থেক।

 5. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ ।

 6. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  বাহ… সুন্দর তথ্য

 7. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  জসিম ভাই শরীর ভাল হয়েছে তোমার ? তোমার কমেন্টস এত শর্ট কেন ?

 8. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  যা লিখ না
  তা অনেক সময়
  কবিতা হয় !!

  এ ধরনের ভাবনায় আমি ও পড়ি মাঝে মাঝে। যা না লিখে রাখি তা মনে হয় ভাল গল্প ছিল। যা প্রকাশ করে দিলাম গল্পের আকারে। .পরে মনে হয় দূর ও যা এ কি লিখলাম। আবার সময় সময় খুব ভালবাসা নিয়ে কোন লিখা দেখি তেমন কেও পড়েনা কমেন্টস করেনা। হেলাফেলা করে লেখা কোন গল্পকে সবাই ভালবাসা সহকারে নিয়ে নেই তাও দেখেছি। ….অদ্ভূত অভিজ্ঞতা।

 9. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাবনাটি বাস্তব । ভাল লাগল । শুভ কামনা ।

 10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  িআমার মতই ভাবনা

  খুব সুন্দর
  শুভকামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top