নোটিশ
মনের ঢেউ
এই লেখাটি ইতিমধ্যে 941বার পড়া হয়েছে।
তুমি যখন হেঁটে যাও
পাখিরা করে কিচির মিচির
আমি তাকাই বিভোর হয়ে।
তুমি যখন হেসে ওঠো
বাতাস লুটোপুটি খায়
শরীরে জাগে শিহরণ।
তুমি যখন চুপ করে থাকো
মনে জাগে ভয়
তুমি যখন কথা বলো
হৃদয়ে ওঠে কাঁপন।
রজনীগন্ধা হাতে যেদিন দিলে স্পর্শ
মনে সেদিন উঠলো ঢেউ
যেদিন গেলাম তোমার আঙ্গিনায়
নীড়ে থাকতে পারনি সেদিন।
১,০৪০ বার পড়া হয়েছে
বাহ্ , সব তো দেখি টোনা টুনির কথা
অনেক ভাল লাগা।
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
খুব সুন্দর হয়েছে ।
অনেক ভাল লেগেছে । সাথেই আছি ।
সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ।
ভাল লেগেছে আপনার লেখা।
ভাল লাগা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
চমৎকার।
ভাল লাগল।
শুভেচ্ছা
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
“তুমি যখন চুপ করে থাকো
মনে জাগে ভয়
তুমি যখন কথা বলো
হৃদয়ে ওঠে কাঁপন।”
ভাল লাগা
আপনার মন্তব্যে খুব অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ আপনাকে।
সব সমস্যা তুমির মধ্যে।
ধন্যবাদ।