Today 29 Jan 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মনে পড়ে ?

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ০৭/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 953বার পড়া হয়েছে।

মনে পড়ে ? সাত পেরিয়ে বছর পড়ল আটে

তোমার আমার দেখা হল গুদাবাড়ি ঘাটে ।

 

আমি কিছুই ভুলি নাই দিব্যি আছে মনে

তোমার গায়ে ছিল হলুদ শাড়ী, দুল ছিল কানে

নাকে ছিল সোনার ফুল হাতে রুপার বালা

সাথে ছিল কিশোর ছেলে আমি একেলা ।

 

মনে পড়ে ? আকাশে রংধনু ছিল, ধানগাছে

তার রেনু ছিল, বাতাসে হেমন্তি বাহার

সময় ছিল সাঝের বেলা জায়গা পারাপার,

নায়ে ছিলেম আমরা কেবল জন চারেক লোক

তুমি আমি কিশোর ছেলে আর মাঝি অমুক ।

১,০৭৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  ভাই আপনার কবিতাটি সুন্দর কিন্তু কিছু বানানে ভুল রয়েছে। যেমন,
  তোমার গায়ে ছিল হলুদ শাড়ী–এর পর বোধ হয় কমা হত ‘দোল‘ বানানটি দুল হত।

 2. শাহরিয়ার সজিব মন্তব্যে বলেছেন:

  ভালো লেগেছে । ভালো করে মজার মজার লেখা পোস্ট করবেন আশা করছি ।

 3. আহমেদ ইশতিয়াক মন্তব্যে বলেছেন:

  বানানের দিকে একটু খেয়াল করবেন ভাই…

  তবে কবিতাটা কিন্তু সুন্দর হয়েছে …

 4. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতাটি ভাল লেগেছে কিন্তু বানানের প্রতি একটু নজর দিবেন আশা করি। একটি বানান ভুল হলে শব্দ আরেকটি প্রকাশ করে। সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত বানানের প্রতি নজর দেওয়া। ধন্যবাদ।

 5. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “আকাশে রংধনু ছিল, ধানগাছে

  তার রেনু ছিল, বাতাসে হেমন্তি বাহার

  সময় ছিল সাঝের বেলা জায়গা পারাপার,”
  এখানেই ভাল লাগা।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চিন্তা করেন না ভাই একদিন দেখা পাবেন ।

 7. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা। শুভ কামনা রইল।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  নায়ে ছিলেম আমরা কেবল জন চারেক লোক

  তুমি আমি কিশোর ছেলে আর মাঝি অমুক ।

  রোমান্টিক কবিতা অনেক ভাল লাগল

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল ,,,,,,,,,,,,,,,
  নাইস লিখা……….
  দারুন কাব্যতা ….মুগ্ধতা জানুয়ে গেলাম
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top