মনে মনে কল্পনাতে কল্পনাতে
এই লেখাটি ইতিমধ্যে 1076বার পড়া হয়েছে।
চাই আজ হারাতে মনে মনে
মনে মনে মনে মনে কল্পনাতে
যা পাইনি কখনো,,,
পেতে চাই আজ তা
মনে মনে কল্পনাতে কল্পনাতে ।
নিজেকে মনে করি soroshi
দেনা পাওনার সরসী (শরত চন্দ্র নভেল দেনা পাওনা )
যার বাক্তিত্তে হৃদয় এর প্রাচুর্যে চরিত্রের সততায়
অভিভূত চন্ডিগর গ্রামবাসী ।
যার মানসিক শক্তির কাছে মাথা নত করে
অত্যাচারী ,শাসক জমিদার জীবনানন্দ ।
পরিবর্তিত হয় অত্যাচারী শাসক থেকে দয়ালু জমিদার
বিলিয়ে দেয় ছিল তার যত বাহুল্য বিলাস আর যত সম্পদ ।
হতে চাই আমি মনে মনে কল্পনাতে
সেরকম ই সরসীর মত ।
আমার স্বভাবে এ মানুষ যেন করে
তার স্বভাব এর পরিবর্তন ।
কল্পনাতে দেখতে পাছি আমি
আমাকে নিয়ে হছে বিশাল সম্বর্ধনা ।
আমাকে দেওয়া হছে পুরস্কার
দেখছি আমি মনে মনে
মানুষের মনের ভিতরে যে আছে
অন্দকার তা ,গুছিয়ে দেওয়ায়
এই কল্পনা করি মনে মনে ।
তবে এই কল্পনা তে কল্পনাতে কল্পনাতে
হইনা আমি বেশ উদ্দেল ।
করি আমি কল্পনা আর বাস্তবের সমনয়
তবে আমি এটাও মানি কল্পনাতে সাথে সাথে
দেখতে হবে কল্পনাতে সাথে সাথে
যা আমি পেতে চাই মনে মনে ।
১,১৫২ বার পড়া হয়েছে
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি।
জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ "
লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়।
শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর।
বাসস্থান :টরন্টো ,কানাডা।
সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
ভালো লাগলো আপনার কবিতা।
Thanks.want to write u more after read your writings
ইংরেজিতে মন্তব্য করা ঠিক না।
কল্পনায় ভেসে যাও কনে…….
Thanks bhai
Thanks Kashem bhai.Your writings are awesome. I just read one of your poem.Its really great
ভাল লেগেছে কবিতা আপনার–তবে অনেক জাগা এডিটিং করার অপেক্ষায় আছে।
মুগ্ধকর লিখা
ভালো লাগলো পড়ে ‘
থাকলো শুভ কামনা
শুভ সন্ধ্যা