Today 16 Jan 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মন

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ৩০/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 556বার পড়া হয়েছে।

মনের সাথে বন্ধুত্বের জোড় লাগাতে বার বার পরাজিত সৈনিকের মত কিছু অসদৃশ্যকে মেনে নিতে হচ্ছে । অথবা মনের সংযোগ ছিন্ন হয়ে যাচ্ছে । মনের এই সংযোগে কত কি যে বাধা হয়ে দাঁড়ায় অথবা মেনে নিয়ে সহ্য করতে হয় ।
আবার চাই না যাকে তাকেই মনের জোড়া লাগিয়ে মেনে নিতে হয় । প্রশাসনের পছন্দে তাল মিলিয়ে নিতে হয় । প্রতিবাদের যাত্রাপথে সেই মনের অবস্থান যদি ঠিক না করতে পারি তাহলেও মনকে শান্ত করতে হয় ।
ঘর তৈরি করে মনের জোড়া লাগাকে মন মানিয়ে নিতে হয় । অথবা মনের সম্পৃক্তি গড়ে ওঠেই ।
জীবনের চিত্রমালায় মনের খেলা সুস্থ জীবনের প্রতীক । মনের মিলন মানবিক দিকে উদ্ভাসিত হয়ে সম্পর্কের বাস্তবকথা হোক ।
চা দোকানে বসে , তাস খেলতে খেলতে , বাসে ট্রেনে ডেলি চলার পথে যে বন্ধুত্বের মন গড়ে উঠে আমাদেরকে রোজ ঘুম থেকে উঠে চলার শক্তি দেয় । তাতে অনেক বেমানান মেনে নিতেই হয় । সায় দিক বা না দিক তর্ককে কাবু করে মনের বিন্যাস গড়ে তুলতেই হয় ।
এভাবেও মনে বিক্ষেপ গড়ে ওঠে । না চাইতেও সেই মনের আস্থাকে মেনে নিতেই হয় । কোথায় কত ছলা কলা মনের মেরু গড়ে বসে আছে জানাই যায় না । কেউ কেউ জমি ছাড়ে কেউ ছাড়ে না কেউ আবার জানতেই দেয় মনের মধ্যে এত ছিল । তারপর যখন ঘুরে ফিরে সময় অথবা অসময়ে তাই সামনে এসে পড়ে আমরা অবাক হয়েই যাই – বা ! বা ! মনে এত ছিল । দেখা যায় তখন আর ফেরা যায় অথবা ফেরা যায় না । দুপক্ষই মনের অন্ধকারে খেলতে থাকে অন্য অনেক খেলা ।
কেউই জয়ী হয় না । অথবা পরাজিত সৈনিক যেমন অনেক কাজের তেমনি সেই সব মনের অন্য রাস্তায় অন্য কাজ বিভাজন এগিয়ে চলে ।
আর একেবারে আপনজনের মনের খেলায় থাকে অন্য একেবারে অন্য রামধনু যা বিছিয়ে অনাবিল আদরের অনন্ত জীবনকথা । সেখানের ছলাকলায় কত কি আলো খেলা করে তা বলার নয় ।
-০-০-

৫৩৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

  মন বড় অদ্ভুত,অদ্ভুত তার রং ঢং

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন ভাল থাকুন

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  মন্তব্য দিনকে দিন কমেই যাচ্ছে

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  মন
  বুঝা যায় না বেকে বসে কখন
  মন
  বুঝা যায় না ভালো হয় কখন।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন

  লিখনী
  পড়ে ভালো লাগলো কবি

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top