Today 20 May 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মাছের রাজা

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১৩/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 863বার পড়া হয়েছে।

কেউ কেউ বলে রুই মাছ
সকল মাছের রাজা ,
ইলিশ কিন্তু খেতে মজা
যদি হয় তা ভাজা ।
সরষে বাটার ইলিশ ভুনা
ভুলার মততো নয় ,
তারই সাথে একটু যদি
ধনিয়ার পাতা হয় ।
নদী ছাড়াও সাগর বুকে
ইলিশ তো পাওয়া যায় ,
সুসাদু সব ইলিশ দেখ
পদ্মার বুকেই জন্মায় ।
পদ্মার ইলিশ বলতেই যেন
জিবেতে আসে জল ,
একটা ইলিশ পেতেই যে মন
হয়ে উঠে চঞ্চল ।
এ দুনিয়ার সব জায়গাতেই
মাছ তো পাওয়া যাবে ,
খোদার অমোঘ সৃষ্টি ইলিশ
আর কোথাও না পাবে ।
মাছের রাজা ইলিশ তুমি
যদি ভাল বাসো ,
বিলম্ব না করে জলদি
বাংলায় চলে এসো । ।

৮৪৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  একদম সঠিক ছড়া
  আহ ইলিশ ! গন্ধটাই অনেক ।
  খুব খুব ভাল লাগল

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  কেউ কেউ বলে রুই মাছ
  সকল মাছের রাজা ,
  ইলিশ কিন্তু খেতে মজা
  যদি হয় তা ভাজা ।

  মাছ নিয়ে মজার ছড়া। রহমান ভাই মজার ছড়া লেখায় দক্ষ।

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  দারুণ মজার —– !!

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  মাছের রাজা ইলিশ তুমি
  যদি ভাল বাসো ,
  বিলম্ব না করে জলদি
  বাংলায় চলে এসো । ।

  আপনের বাড়িত দাওয়াত দেন আইসা পড়ুম
  ]
  লেখা ভাল লাগল

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  সরষে বাটার ইলিশ ভুনা
  ভুলার মততো নয় ,
  তারই সাথে একটু যদি
  ধনিয়ার পাতা হয় ।
  আর বলেন না ভাই , জিভে পানি এসে গেল।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভেরি নাইস লিখনী

  পড়ে ভাল লাগলো

  খুব সুন্দর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top