Today 02 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মাটির মায়া

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১৬/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 949বার পড়া হয়েছে।

কচি ঘাসে শিশির জমে
মুক্তো দানা রই
প্রেম পিরীতি সবই আছে
হিজল তমাল কই!

পাখির ডাকে ঘুম ভাঙত
মায়ে দিত চুম
সূর্যি মামা জাগার আগে
ছিল পড়ার ধুম!

রাত বিরাতে আমার সাথে
থাকত তারার দল
এখন শুধু গভীর রাতে
আসে তোমার কল!

বাবার সাথে স্কুলে যাই
মায়ের সাথে আসি
তবু আমি এই মাটিরে
গভীর ভালোবাসি!

৯৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Excellent jashim vai.

  Its beautiful.

 2. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  তোমার কবিতা অপূর্ব। অনেক টা পল্লী কবি জসিম উদ্দিন এর টাচ পাই। নামে ও মিল লেখার ধরনে। হ্যা ঠিক ই বলেছ আমাদের ছোটবেলা বা অতীত এর সঙ্গে এখনকার সময় ,পারিপাশ্বিক তুলনা করতে যাই তাহলে মারামারী লেগে যাবে। আমরা জানালা দিয়ে আকাশ থাকতাম। বিকালে ছেলেরা মাঠে খেলত, মেয়েরা পুতুল। এখন টেকনোলজি র যুগে, আমার পাচ বছরের মেয়ে কম্পিউটার এ পেইন্ট করে। এখন সব কিছু রেডিমেড, আপটুডেট।আগের সময় এখনকার সময়ে পার্থক্য তো থাকবে।

  চমৎকার কবিতাটির জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Ekebare mathir gondhe makhamakhi
  bhalo thakben

 4. মনিরুল হাসান মন্তব্যে বলেছেন:

  সূর্যি মামা জাগার আগে সাধারণত পড়াশোনা করা হয় না। এই লাইনটা এভাবে লিখলে মনে হয় ভালো হতো –
  সূর্যি জেগে উঠলে পরতো
  নাশতা খাওয়ার ধূম।

 5. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  মনির ভাই, একটু আমাদের সময়টার কথা ভেবে দেখুন, আমরা ভোর রাতে উঠে পড়াশোনা করতাম; আর এখন এই সময়ে আপনারা ঘুমান!

 6. বিপ্লব মণ্ডল মন্তব্যে বলেছেন:

  পল্লি কবির ছোয়া পেলাম।শুভেচ্ছা রইল

 7. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  প্রকৃতির নিরন্তন রুপ ফুটে উঠেছে আপনার কবিতায়।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভালবাসি আমার দেশের মাটি।

  চমৎকার লিখেছেন জসিম ভাই।

 9. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ছড়ার মধ্যে সুন্দর ভাবনা রয়েছে। ধন্যবাদ কবি।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top