মাতৃত্ব
এই লেখাটি ইতিমধ্যে 773বার পড়া হয়েছে।
এখনও না মাঝে মাঝে
আমার পাশের বিছানাটা
ভেজা মনে হয়
সেই যে পৌষ তীব্র শীতে
তোমার আগমন………
লেপের নীচে চি চি আওয়াজ
আমি ঘুম থেকে
লাফ দিয়ে উঠেই
তোমার দিকে তাকাতাম !
গরম পানির স্পর্শ
কিছু ক্ষনেই ঠান্ডা বরফ
তবুও বুকের গভীরে
মাতৃত্বের সুখের অনুভূতি………….
আমি তোর মা,
ছোট্ট মুখের বাচ্চার এক মা ।
বুকটা না……..
কেমন যেন করে উঠতো
তোর ঐ না জেনে হিসু করে
আমাকে শীত দেওয়ায়
তখন আমার সুখের অনুভূতি !
তোর ঐ ছোট্ট চেহারাটা
আজো আমার কাছে অমনই
তোর হাতটা এখনও তুলতুলেই
গালের ভাজে উষ্ঠো ছালের মত
চামড়া উঠে যাওয়া খসখসে ভাব,
গায়ের মধ্যে তেলতেলে গন্ধ
আর শীতে কুচকে হয়ে
আমার কোলে বসা
সেই মুখটা এখনও অমলিন…..।
আমার মাথার চুল পাক ধরেছে
হাসলে গালে বৃদ্ধ ছাপ ভাজ পড়ে
হাটতে গেলে ঢুলে পরি
যেমনি তুমি হাটতে শিখেছিলে
পড়ে যেতে যেতে….।
তোমাকে আমার খুব প্রয়োজন মনে হয়
সেই ঠান্ডা দিনে
হিসু করে দেওয়া দিনের মত
যখন বরফ শিতল দিনেও
তোমাকে জড়িয়ে রাখতাম,
বুকে আগলে ধরে রাখতাম
আর ভাবতাম তোমাকে ছাড়লে
বুঝি আমার আত্নাই ছুটে যায়…।
আজ তোমাকে বড় প্রয়োজন
আমি হাটতে পারিনা বলে,
হাসতে পারিনা বলে,
এমনকি তোমাকে ছাড়া
কাঁদতেও পারিনা বলে…..!
তুমি এই দিনেও
তোমার ব্যস্ততা দেখাও
আমি রাগ হইনা, অভিমানিতও না
শুধু একটু মন খারাপ হয়
আমি যদি তোমার
সেই হাঁটি হাঁটি পা পার দিনে
খুঁটি না হতাম
তোতলিয়ে কথা বলার শুরুতে
ম্য……ম্য…. ডাক না শেখাতাম
তবে কি তুমি আমাকে
ব্যস্ততা দেখাতে পারতে ?
এগুলোও ভেবে অপরাধী হই আমি
আমার এই ভবনা টুকুই যদি
চলার পথে অভিশাপ হয় তোমার.!
তুমি ব্যস্ত থাকো, দূরেও থাকো
তবু অনেক ভালো থাকো
সেই ছোট্ট ফুটফুটে মুখের মত
উদ্ভাসিত থাকো…….
আমার মাতৃত্বই আমাকে
এই দোয়া করতে শেখায় ।
৮৫৪ বার পড়া হয়েছে
ভাই চমত্কার একটি বাস্তব কবিতা উপহার দিলেন ।
ধণ্যবাদ ভাই, মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকুন সবসময় ।
মাতৃত্ব কবিতাটি চমৎকার হয়েছে। যারা বাবা হয়েছে তারা এটা উপলব্ধি করতে পারবেন।
আমির ভাই, মন্তব্যের জন্য ধণ্যবাদ । হ্যা সন্তান পতিামাতা উভয়ের কাছেই সেই ছোট্টটিই থেকে যায় সারা জীবন । আমার কবিতার উপলব্ধিতে মাকেই বেশী টেনে আনা হয়েছিলো । মায়েরা সবসময় সন্তানের সঙ্গ চায় বৃদ্ধ অবস্থায় । কিন্তু কয়জনই আমরা তা দিতে পারি !
ঠিকই বলেছেন।
ভাল একটা কবিতা
অনেক ভাল লাগা ।
ধণ্যবাদ ভাই, সরল স্বীকারোক্তিমূলক মন্তব্যের জন্য । ভালো থাকুন ।
মাতৃত্ব কবিতাটি চমৎকার হয়েছে। যারা বাবা হয়েছে তারা এটা উপলব্ধি করতে পারবেন।
কথাটা বুঝতে পারলাম না,
এটা মাতৃত্ব সম্পর্কিত কবিতা
সুতারাং মাতারাই ভাল বুঝার কথা
পিতারা নয়।
এটা মাতৃত্ব সম্পর্কিত কবিতা হলেও মায়ের পাশে বাবা সব সময়ই থাকেন। তাই বাবা না হলে মাতৃত্ব সম্র্পকে উপলব্ধি করা যায় না। আশা করি বুঝতে পারছেন।
কাশেম ভাইয়ের সাথে সহমত, আমির ভাইয়ের মন্তব্যটা পরিষ্কার করা দরকার,
মাকে নিয়ে কবিতা, বালো না লেগে পারে না. সাইদ ভাই আপনার এই কবিতাটি অনেক বেশি ভালো হয়েছে
মিন্টু ভাই, আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি । ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
তাই বাবা না হলে মাতৃত্ব সম্র্পকে উপলব্ধি করা যায় না। যারা এখনও বাবা-মা হয়নি তারা তাদের মাঝে মাতৃত্বের উপলব্ধি আসবে না। এটা বুঝাতে চেয়েছি। কারণ একজন নারী যখন মা হয় তখন সর্বক্ষণ বাবা তার পাশে থাকেন। মাতৃত্বের বেদনা উলবন্ধি করেন।
মাতৃপ্রেমের অপরূপ স্বাদ আস্বাদন করলাম। শেখারও আছে আবার অনেক দেয়ারও আছে, কবিতা থেকে নেয়া / দায়িত্ববোধে মাকে দেয়া, শুধুই দেয়া । যদিও গদ্য কবিতা কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গেলো । শুভকামনা রইল । আরো কবিতা চাই – এমনই আবেগময় ।
যে মা হয়েছে সেই বুঝে মাতৃত্ব কি
কবিতা অনকে সুন্দর হয়েছে, ধন্যবাদ।
valo lekha valo laglo anek valo @@@@