নোটিশ
মায়ের কাছে নির্বাসিত খোকার চিঠি ..
এই লেখাটি ইতিমধ্যে 696বার পড়া হয়েছে।
মাগো তোমার দেখছি কত
আমজনতার ভক্ত
মৌসুমী আম খেলেও মা
খেওনা জনতার রক্ত।
এখন আমি সুস্থ্য আছি
তোমার মানিক রতন
ভাঙ্গা সুটকেইস রেখো সাথে
কইর ওটার যতন ।
নির্বাসনে থেকে আমি
গবেষণায় মত্ত
দেশকে নিয়ে ভাবছি কত
দিচ্ছি নতুন তত্ত্ব !
দেখছনা মা তোমার ছেলে
পাল্টে দিচ্ছে ইতিহাস
রাজার ছেলে হয় কখনো
জলেভাসা পাতিহাঁস ?
বাঙ্গালিত্বে নেইকো আস্থা
আমি বাবার ভক্ত
তুমিই বা কম কিসে
পাক নীতিতে শক্ত ।
রাজার মুকুট মাথায় নিয়ে
রাজহংস বেশে
রাজ্য শাসন করতে আমি
শীঘ্রই ফিরব দেশে।
জলের কুমির ডাঙায় তুলে
নিত্য করব শাসন
দেখবে মা কেমন করে
স্থায়ী করি আসন !
হাওয়া ভিটার শপথ নিয়ে
দিচ্ছি তোমায় পণ
আইন করে বৈধ করব
রাজ্যসভায় তর্পণ ।
৬৮১ বার পড়া হয়েছে
মাগো তোমার দেখছি কত
আমজনতার ভক্ত
মৌসুমী আম খেলেও মা
খেওনা জনতার রক্ত।
সুন্দর ভাবগম্য কবিতা। ভাল লাগা রইল। অভিনন্দন প্রিয় কবিতা।
Vab moy lekha
valo laglo
মৌসুমী আম খেলেও মা
খেওনা জনতার রক্ত।
এখন আমি সুস্থ্য আছি
তোমার মানিক রতন
সুন্দর কবিতা। ভাল লাগা রইল। ধন্যবাদ বেনু ভাই ।
লাইন গুলো অনেক অর্থবোধক
মৌসুমী আম খেলেও মা
খেওনা জনতার রক্ত।
এখন আমি সুস্থ্য আছি
তোমার মানিক রতন
অনবদ্য সুন্দর
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভালো ভাবনার ভালো লিখা
পড়ে ভালো লাগলো কবি
শুভ কামনা থাকলো