নোটিশ
মা, আজ লিখছি তোমাকে মন প্রাণ উজাড় করে
এই লেখাটি ইতিমধ্যে 1680বার পড়া হয়েছে।
আজ খুব লিখতে ইচ্ছে হচ্ছে মা তোমাকে মন প্রাণ উজাড় করে। তোমার অপারেশন থিয়েটার এর সামনে বসে লিখছি এই চিঠি মা। তাও আমার শরীর নয় ,যা এখানে উপস্থিত তা আমার মন। শুনেছি আজ তোমাকে নিয়ে আসা হয়েছে হাসপাতাল এ। তোমার অজান্তে দুইবার স্ট্রোক হয়েছে ডাক্তার এর বক্তব্য। সিডেটিভ এর প্রভাবে হয়ে আছ তুমি আছন্ন।মুখে মাস্ক এই অবস্থায় তোমাকে বড় অচেনা মনে হচ্ছে আমার মা।কোনদিন মাগো তোমাকে চিঠি লিখিনি। কোনদিন তোমার জন্য করা বলতে যা বুঝায় তা করতে পারিনি সিডেটিভ এর আচ্ছন্নতা সরিয়ে মনে হলো একবার তাকালে আমার দিকে । তুমি কি টের পেলে মা আমার মন আত্মা এখানে তোমার কাছে ই পড়ে আছে। তুমি ও মনে হলো আমাকে চেনার চেষ্টা করছ। অনেক স্মৃতি ভেসে উঠছে এখন মনের কোণে। তোমার কাছে থেকে শোনা অনেক মজার গল্প মনে পড়ে যাচ্ছে। কিভাবে তুমি বাবার স্ত্রী হলে সেই গল্প। বাবাকে একদিন জিজ্ঞাসা করলাম কেন মাকে বিয়ে করেছ বা কি দেখে। বাবা মজা করে বললেন তোর মা ইংলিশ পাস করে বি এ পাস করেছে। অর্থ বলল তোমাকে নাকি কঠিন ইংলিশ ট্রান্সলেশন জিজ্ঞাসা করেছিলেন বাবা বিরক্ত হয়ে। তুমি ছিলে গ্রামের মেয়ে। দাদুর পছন্দ এ বাবা তোমাকে দেখতে এসে নাকি বিরক্ত ছিল। গ্রামের কিশোরী পনর বয়স এর নাবালিকা মেয়েকে স্মার্ট ঢাকায় জব করা বাবা বিয়ে করবেনা। বাবার পছন্দ স্মার্ট মেয়ে। কিন্তু তোমার বুদ্ধিমত্বা কথা বার্তায় সর্বোপরী তোমার ইংলিশ এর দখল দেখে বাবা অভিভূত হয়ে গেছেন। বাবা কি তোমাকে তা বলেছেন ? তোমাকে এক কঠিন ট্রান্সলেশন জিজ্ঞাসা করেছিল বিব্রত করার জন্য যেটার উত্তর নাকি বাবার ও জানা ছিলনা। তুমি নাকি তাত্ক্ষনিকভাবে শুদ্ধ উত্তর করেছিলে। বাবা হাসতে হাসতে তা বলছিলেন। আমি খুব কৃতজ্ঞ মা তোমার কাছে আমাদের ভাই বোনের ভালো পড়ালেখা রেজাল্ট এর পিছনে তোমার অবদানের জন্য।তোমার মনে আছে মা ছোটবেলায় খুব অসুস্থ থাকতাম। খুব রোগা ভোগা একটা মেয়ে ছিলাম। সবাই আমাকে পাঠকাঠি বলে খেপাত। তুমি আমার চেয়ে বেশি উত্তেজিত হয়ে যেতে মানুষের কথায়। খেপে গিয়ে বলতে সবার চেয়ে তুই সুন্দর রে মা। এক বাজে ধরনের কাশিতে শৈশব কালে অনেক কষ্ট পেয়েছিলাম। এক এক সময় জ্বর হলে প্রায় মৃতপ্রায় হয়ে যেতাম। তখন তুমি রাতের পর রাত না ঘুমিয়ে আমার বিছানার পাশে জায়নামাজে বসে থাকতে। বার বার এসে দোয়া পড়ে ফু দিতে। কাদতে থাকতে অবিরত। তোমার ধারণা হত সম্ভবত আমি বাচবনা। আমি অসহায় ভাবে তোমার দুশ্চিন্তা গ্রস্থ মুখ দেখতে দেখতে সান্তনা দিতে চাইতাম। শারীরিক ভাবে দুর্বল ছিলাম বলে কিছু করতে পারতামনা। খুব ইচ্ছে করত উঠে তোমাকে জড়িয়ে চোখের পানি মুছিয়ে দিতে। আজ ও ইচ্ছে করে মা। যদি পারতাম তোমার যন্ত্রণা গুলো মুছে দিতে। কখনো পারিনি মা। আমার এই সীমাবদ্ধতা তুমি মাপ করে দিও মা। তুমি যেভাবে জ্বরের সময় গরম টাওয়েল মুছিয়ে কষ্ট প্রশমিত করতে চাইতে আমি ও চাই সেইভাবে তোমার সব কষ্ট যদি মুছে দিতে পারতাম।আনন্দ লোকে মঙ্গলা লোকে
বিরাজ ও সত্য সুন্দর ও
মহিমান্বিত উদ্ভাসিত
মহাগগন ও মাঝে।
বিরাজ ও সত্য সুন্দর ও
মহিমান্বিত উদ্ভাসিত
মহাগগন ও মাঝে।
ছোটবেলায় তোমার মাথা দুলিয়ে গান গাওয়া সহ এই চিত্র টি এখন ও চোখে ভাসে।
তুমি শিখিয়েছ সত্য ন্যায়ের পথ। গরীব দুঃখীদের ভালবাসতে। শৈশব থেকে কৈশোর ,কৈশোর থেকে যৌবন তোমার শিক্ষা স্নেহের দান নিয়ে বেড়ে উঠা। দোয়া কর জীবনের শেষ দিন পর্যন্ত তোমার শিক্ষা নিয়ে বেচে থাকতে চাই।
তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ মা। আল্লাহ এর কাছে আরো কিছু বছর তোমার হায়াত চাই মা। তুমি আর ও কিছু দিন বেচে থাক আমাদের মধ্যে। ভালো থাক মা।
তোমার আদরের মেয়ে
দূর প্রবাস থেকে।
১,৬৪০ বার পড়া হয়েছে
মায়ের কথা শুনলেই চোখে জল গড়িয়ে আসে। আরজু মুন তাঁর চমৎকার বর্ণনায় আমার মাকেও আবার স্মরণ করিয়ে দিলেন। সত্যিই মায়ের তুলণা হয় না। আমার ও মায়ের কথা খুব মনে পড়ে। বুকটা খান খান হয়ে আসে মায়ের কথা মনে এলে।
খুব সুন্দর এ লেখাটির জন্য অসংখ্য ধন্যবাদ আরজু মুন আপনাকে।
সুন্দর এ কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল অনেক অনেক।
অসাধারন ভাবে ফুটে উঠেছে মায়ের প্রতি ভালোবাসার কথা। আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এ কামনা করি।
অনেক অনেক আনন্দ পেলাম কমেন্টসে ।
শুভেচ্ছা রইল অনেক অনেক।
মনেৱ ক্লান্তি ভুলে স্নেহভৱা কোলে তবে মাগো বল কবে…. আৱজু আপা অনেক ভাল লাগলো
মনেৱ ক্লান্তি ভুলে স্নেহভৱা কোলে তবে মাগো বল কবে…. অনেক ভাল লাগলো অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য।
শুভেচ্ছা রইল ।
মাকে নিয়ে আসলেই লিখা হয় না। ভাল লাগল।
এ্কটা কবিতা ছিল না —-
মা কথাটি ছোট্ট অতি
অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য।
শুভেচ্ছা রইল ।
মাকে নিয়ে কোন লেখা সাধারণত আমি পড়ি না ।আমার খুব স্বার্থপর আর তাইতো আমাদের একা ফেলে চলে গেছে না ফেরার দেশে ।
মাকে নিয়ে লেখা পড়বেন প্রেরণার জন্য । সবার মা/আমি/আপনি একদিন আমাদের একা ফেলে চলে যাবে না ফেরার দেশে । মন ভাল রাখবেন সবসময় ।।
আজ পত্ৰ লিখতে বসেছি সন্ধাৱ সৱল ৱেখা মিলিয়ে যাওয়াৱ আগেই
তোমাকে লিখতে বসেছি আজি প্ৰভাতেৱ কিৱন দেখাৱ আগেই
ভাল লাগলো
আজ পত্ৰ লিখতে বসেছি সন্ধাৱ সৱল ৱেখা মিলিয়ে যাওয়াৱ আগেই
তোমাকে লিখতে বসেছি আজি প্ৰভাতেৱ কিৱন দেখাৱ আগেই সত্যি অপূর্ব
কমেন্টসে অনেক অনেক
ভালবাসা জানিয়ে গেলাম
………………….
আরজু আপু কেমন আছেন আপনার মা এখন ? এটা কি আগে পড়েছিলাম নাকি এখনকার ? যাই হোক দোয়া রইলো । ভালো তাকুন সবসময় ।
কমেন্টসে
ভালবাসা জানিয়ে গেলাম
প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহর দরবারে তিনি যেন আন্টিকে দ্রুত সুস্থ করে দেন। আমীন —–।।
আমীন —–।।অনেক অনেক
ভালবাসা জানিয়ে গেলাম কমেন্টসে—–।।
Ma ke niye lekha
darun
অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য।
শুভেচ্ছা রইল ।
মাকে নিয়ে সকল লেখাই শ্ৰদ্ধনিয়
মাকে নিয়ে লেখাই শ্রদ্ধার মা ব্যক্তি টি তাই শ্রদ্ধার/ পূজনীয়। অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য।
শুভেচ্ছা রইল ।
Onek ta abeg probon . . Onek vhalo laglo
মায়ের জন্য মেয়ের দোয়া_ হে বিধি তুমি কবুল করিও। বিধি তুমি আমার আরজু মূন জারিন আপুর মাকে ভালো রেখো।
সাথে আমার ম সহ পৃথিবীর সকল মাকে ভালো রেখো। কোন মায়ের চোখের পানি আমার সহ্য হয়না।
আমার ম সহ
দুক্ষিত টাইপিং মিস্টেক, এখানে মা হবে।
হৃদয় নিংড়ানো চিঠি আবেগীয় চিঠি খুব ভাল লাগল