নোটিশ
মা
এই লেখাটি ইতিমধ্যে 1395বার পড়া হয়েছে।
মা আমার চোখের মনি
ভালবাসার ধন।
মায়ের মত এই ধরাতে
নাইতো আপন জন।
মাগো তোমায় অনেক ডাকি
কষ্ট যখন পাই।
তোমার মত বন্ধু মাগো
আরতো কেউ নাই।
সুখে, দুঃখে তুমি মাগো
ছুটে আসো পাশে।
তোমার মত এমন করে
কেবা ভালবাসে?
১,৩৭৭ বার পড়া হয়েছে
কবিতা ভাল লাগল । তবে অন্ত মিলের কবিতায় মাত্রার প্রতি খেয়াল রাখতে হবে । শুভ কামনা ।
মাকে নিয়ে লেখা কার না ভাল লাগে।খুব সুন্দর।
মা,
তোমার মত এমন করে
কেবা ভালবাসে?
মা
প্রণাম
সুন্দর অতি সুন্দর লেখা
মায়ের মত আপন কেহ নাই। খুব সুন্দর। মন ভুলানো লেখা
মায়ের ভালবাসাই একমাত্র খাঁটি ভালোবাসা।
ভেরি নাইস
দারুন লিখা