Today 18 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মীমুর গোসসা

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১৭/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 589বার পড়া হয়েছে।

মীমু কোথায় মীমু কোথায়
খুঁজছে মীমুর মা ,
মাচার নীচে বসে মীমু
কথা বলছে না ।
দাদু খুঁজে বুবু খুঁজে
খুঁজে পিচ্চির মা
গোমড়া মুখে বসে মীমু
চায় নতুন জামা ।
বাবা ফিরে অফিস থেকে
শপিং ব্যাগ হাতে
মীমুর জন্য নানা রঙের
নিউ জামা তাতে ।
বড় মামা ডুকতেই দেখি
কাগজ এক মোড়া
কোলে নিয়ে বলে এতে
জুতু এক জোড়া ।
জামা জুতু পেয়ে মীমু
খুশীতে লাফায়
সেই খুশীতে নাচতে নাচতে
ঈদের মাঠে যায় । ।

৬১৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগা

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছড়া ! ভাল লেগেছে —– ভাই ।

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  গোমড়া মুখে বসে মীমু
  চায় নতুন জামা ।
  বাবা ফিরে অফিস থেকে
  শপিং ব্যাগ হাতে

  রহমান ভাই আপনাকে তেমন দেখা যায়না কেন ?সুন্দর হয়েছে ছড়া। আমি যখন চলন্তিকায় আসি কাওকে পাইনা। একা একা দেখে ভুতের ভয় পেয়ে চলে যাই।

  কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম তার সাথে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  সত্যিই বলেছেন । আমি ইদানিং মোটেই সময় করতে পারছি না । আমার ১০ মাস বয়সের একটি নাতি আছে । মেয়ে গত মাস থেকে
  অফিসার পদে চাকরীতে যোগদান করেছে । কাজেই নিজের অফিসের সময় শেষে যে টুকু সময পাই তা আমার নাতিকেই দিতে হয় । কাজেই নিজের বিনোদনের জন্য অবশিষ্ট কোন সময় থাকেনা ।তবু আমার অনুপস্থিতি অনুভব করেছেন বলে নিজেকে ভাগ্যবান মনে হলো । ধন্যবাদ আপনাকে । শুভ কামনা ।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেগেছে কবিতাটি।ধন্যবাদ।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখা

  সুন্দর

  ভালো লাগা জানিয়ে গেলাম

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top