মুঘল সালতানাতের তিন রমণীর প্রেম , বাস্তবতা বনাম আরবান মিথ
এই লেখাটি ইতিমধ্যে 5087বার পড়া হয়েছে।
আরবান মিথ বা লিজেন্ড এর আভিধানিক অর্থ হল শহুরে কিংবদন্তি ।সারা পৃথিবীতে নানা রকম আরবান মিথ প্রচলিত আছে নানা ঘটনা নিয়ে ।কোনটা ভৌতিক আবার কোনটা বা প্রেমকাহিনী । সাধারনত এই ঘটনা গুলো সত্যি হয় না । মানুষের মুখে মুখে রটে যায় অনেক কাহিনি যার বাস্তবতার সাথে কোন ধরনের সংশ্লিষ্টতা নাই।
পরী বিবি ,আনারকলি আর মমতাজ, তিন কিংবদন্তী নারীর নাম । এই নামগুলো জড়িয়ে আছে মুঘল সালতানাতাত এর সাথে । এদের সমন্ধে নানারকম গল্প ছড়িয়ে আছে জড়িয়ে আছে সময়ের পরতে পরতে ,যার কতক বাস্তব আর অনেকগুলাই আরবান মিথ বা লিজেন্ড ।
পরী বিবি : পরী বিবির ঘটনা রটনা জড়িয়ে আছে ঢাকার আওরঙ্গবাদ দুর্গের সাথে । বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আওরঙ্গবাদ দুর্গ লালবাগ কেল্লা নামেই অধিক পরিচিত । এই কেল্লা ঢাকায় মুঘল স্থাপত্য রীতির এক চমৎকার নিদর্শন ।
মুঘল সম্রাট আওরঙ্গজেব এর পুত্র মোহাম্মদ আজম শাহ যখন বাংলায় আসেন তখন এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন । কিন্তু মাত্র পনের মাস এখানে অবস্থান করার পর নির্মাণ কাজ শেষ হবার আগেই তাকে পিতার ডাকে দিল্লিতে ফেরত যেতে হয় । তখন শায়েস্তা খান দুর্গের বাকি কাজ শেষ করার কাজে হাত দেন ।কিন্তু তার আদরের কন্যা ইরান দুখত রেহমত বানু যিনি কিনা পরি বিবি নামে অধিক পরিচিত ,তার অকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েন আর দুর্গের নির্মাণ কাজ অসমাপ্ত রয়ে যায় । পরি বিবি তার মৃত্যুর সময় শাহজাদা আজমের বাগদত্তা ছিলেন ।
অবশ্য পরি বিবির পরিচয় সম্পর্কে আরেক রকম তথ্য পাওয়া যায় । কোন কোন গবেষক আর ইতিহাসবিদদের মতে পরি বিবি ছিলেন নয় বছর বয়সের এক আহম রাজকন্যা ।
তার পরিচয় যাই হোক না কেন ,মৃত্যুর পর এই দুর্গ আর পরিবিবির মাজার কে ঘিরে গড়ে উঠে নানা গল্প । স্থানীয় লোকজনের মুখে মুখে ছড়িয়ে পরে এক গল্প যে প্রতি ভরা পূর্ণিমার রাতে শাহজাদা আজমের টানে আজও পরি বিবি দুর্গের মাঝে আসেন । তিনি সারা দুর্গে নেচে ,গেয়ে ঘুরে বেড়ান । কিন্তু বাস্তবতা হলে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখেছে এমন লোকের সন্ধান পাওয়া যায় নি । এর পুরাটাই আধিভৌতিক কিংবদন্তি ।
আনারকলি : আনারকলি আর শাহজাদা সেলিমের প্রেম কাহিনী নিয়ে বাংলাদেশ,ভারত আর পাকিস্থানে কত যে সিনেমা নাটক আর সাহিত্য রচিত হয়েছে তার কোন ইয়ত্তা নাই। শত বছর ধরে মুখে মুখে ঘুরে ফিরেছে এই বিয়োগান্তক করুন প্রেম গাঁথা । তবে মজার ব্যাপার হল বেশিরভাগ গবেষক আর ইতিহাসবেত্তার মতে এটা সম্পূর্ণ মনগড়া এক গল্প ।
আনারকলির কথা প্রথম উল্লেখ করেন দুই ব্রিটিশ পর্যটক উইলিয়াম ফিঞ্চ এবং এডওয়ার্ড টেরি । আনারকালির সম্ভাব্য মৃত্যুর এগার বছর পর ১৬১১ এর ফেব্রুয়ারী তে উইলিয়াম ফিঞ্চ লাহোর পৌঁছান । পরবর্তীতে তার লেখায় তিনি উল্লেখ করেন আনারকলির কথা। তার ভাষ্য অনুযায়ী আনারকলি ছিল একজন দাসি । পরাক্রমশালী বাদশাহ আকবর তার পুত্র শাহজাদা সেলিম এর এই দাসির সাথে প্রেম কিছুতেই মেনে নিতে পারেন নি। ফলে তিনি আনারকলি কে জীবন্ত কবর দেন চারপাশে দেয়াল গেথে।
আনারকলি আসলে ছিলেন ইরানের বাসিন্দা যে কিনা পরবর্তীতে লাহোর চলে আসেন। তার আসল নাম নাদিরা বেগম অথবা শারফ উন নেসা। পরবর্তীতে আব্রাহাম ইরালি তার দি লাস্ট স্প্রিং দি লাইভস আন্ড টাইমস অফ দি গ্রেট মুঘলস (The Last Spring: The Lives and Times of the Great Mughals ) বইতে উইলিয়াম ফিঞ্চ এবং এডওয়ার্ড টেরি এর বক্তব্য পর্যালোচনা করে এই সন্দেহ প্রকাশ করেন যে এই আনার কলি ছিলেন শাহজাদা দানিয়াল এর মা ,আকবরের এক উপপত্নী ।
আনারকলির উল্লেখ সম্রাট আকবরের আত্মজীবনী আকবরনামা বা সম্রাট জাহাঙ্গীর ( শাহজাদা সেলিম) এর আত্মজীবনী তুজক ই জাহাঙ্গিরি তে নাই ।
লাহোর পাস্ট এন্ড প্রেজেন্ট এর লেখক পণ্ডিত মুহাম্মাদ বাকির এর মতে আনারকলি আসলে এক বাগানের নাম । আনার মানে ডালিম আর কলি মানে ফুল । লাহোরের যেখানে আনারকলির মাজার আছে সেটা এক ডালিমের বাগান ছিল । পরবর্তীতে সময়ের পরিক্রমায় বাগানের নামেই মাজারের নাম হয়ে যায় আর লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে এক প্রেম কাহিনী ।
এই বাগানের কথা অবশ্য সম্রাট জাহাঙ্গীর এর নাতি দাড়া শিখো এর সাকিনাত আল আউলিয়া তে উঠে এসেছে । সেখানে বলা হয়েছে যে এই বাগানে পীর হজরত মিয়া মীর প্রায়ই বসতেন । তিনি এখানে এক কবরের উল্লেখ করলেও সেটা কার কবর তা পরিস্কার করে বলেন নি ।
সব কিছু মিলিয়ে এটা বলা যায় আনারকলির ঘটনা যেহেতু অধিকাংশ ইতিহাসবিদ মিথ বলে মনে করেন আর মুঘলদের জীবনীতেও এর উল্লেখ নাই তাই এটা আরবান মিথ হিসাবেই স্বীকৃত।
মুমতাজ মহল : মুমতাজমহল এর জন্ম ১৫৯৩ সালের ১ সেপ্টেম্বর আবুল হাসান আসফ খান এর ঘরে । তার নাম ছিল আরজুমান্দ বানু বেগম । পরবর্তীতে তার ফুপু নুর জাহান যিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীর (শাহজাদা সেলিম) এর সম্রাজ্ঞী ভাইয়ের মেয়ে আরজুমান্দ কে নিজের ছেলে খুররাম এর বাগদত্তা করে দেন ১৬০৭ সালে । এর পর তার বিয়ে হয় ১৬১২ সালের ১০ মে । তিনি ছিলেন খুররাম অর্থাৎ সম্রাট শাহজাহান এর দ্বিতীয় ও সবচেয়ে প্রিয় পত্নী ,মুঘল সালতানাতের সম্রাজ্ঞী ।
১৬৩১ সালের সতের জুন তার ১৪তম সন্তান জন্মদানের সময় মুমতাজ মৃত্যু বরণ করেন ।প্রিয়তমা পত্নীর মৃত্যুতে শাহজাহান একদম ভেঙ্গে পড়েন ।
পরে তিনি মুমতাজ এর স্মরণে নির্মাণ করেন তাজমহল । তাজমহল শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে প্রেমের প্রতীক হিসাবে সমাদৃত । সাদা শ্বেত পাথরে নির্মিত এই সমাধি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত । এর নির্মাণ কাল ১৬৩২ থেকে ১৬৫৩।
তাজমহল স্থাপত্য রীতির দিক থেকে ইসলামিক ,পার্সিয়ান অটোম্যান টার্কিশ ও ভারতীয় রীতির এক অপূর্ব মিশ্রন । ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে।
ভারতকে বলা হয় ল্যান্ড অফ আরবান মিথ । তাই তাজমহল আর মুমতাজ শাহজাহানের প্রেম কথা নিয়েও রচিত হয়েছে ভিত্তিহীন বহু মিথ্যা কল্প কথা ।যে কল্প কথা গুলোকে ইতিহাসবেত্তা গন সরাসরি নাকচ করে দিয়েছেন । যেমন –
১। শাহজাহান মুমতাজকে বিয়ে করার জন্য তার আগের স্বামীকে হত্যা করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা।
২। শাহজাহান তাজমহলের নির্মাণ শ্রমিক দের হাত কেটে দিয়েছিলেন ,এটাও মিথ্যা ।এর সপক্ষে কোন প্রমান বা দলিল দস্তাবেজ পাওয়া যায় নাই ।
৩। শাহজাহানের আরেকটি কাল তাজ নির্মাণের পরিকল্পনা ছিল । এটাকেও মিথ হিসাবেই দেখা হয় কারন এর কোন প্রমান ইতিহাসবিদ গন পান নাই।
৪। আরেকটি মিথ হল তাজমহল নির্মাণ করেছেন এক হিন্দু রাজা পারমার দেব ১১৯৬ সালে । পি এন অয়াক আর অমর নাথ মিশ্র নামক দুই বাক্তি এই মর্মে পিটিশন দায়ের করলে যথাক্রমে ২০০০ সালে ভারতের সুপ্রিম কোর্ট আর ২০০৫ সালে এলাহাবাদ হাই কোর্ট তা খারিজ করে দেয় ।
রটনা ঘটনা কিংবদন্তী যাই থাকুক না কেন এই তিন রমণী ইতিহাস আর সাহিত্য কে সমৃদ্ধ করার পাশাপাশি বহু মানুষের গবেষণা আর চিন্তার খোরাক জুগিয়েছে।
তথ্য সুত্র :
Extracts from the Notes on the Antiquities of Dacca by Sayid Aulad Hasan
Encyclopaedia of India, Pakistan and Bangladesh by Om Gupta .
The Archeological heritage of bangladesh. asiatic society of Bangladesh
Legend: Anarkali: myth, mystery and history
The Empire of the Great Mughals: History, Art and Culture By Annemarie Schimmel
Lahor past and present By M .Baqir
Anarkali .. based on the Imtiaz Ali Taj play/script as adapted By Hakim Ahmad Shuja
The Taj Mahal By Dutemple, Lesley A .
Pakistan: Legacy of the Indian Khilafat movement
Taj Mahal By UNESCO World Heritage Centre.
The Complete Taj Mahal: And the Riverfront Gardens of Agra By Koch, Ebba
A Teardrop on the Cheek of Time By Preston, Diana & Michael
৪,৭৭২ বার পড়া হয়েছে
প্রেমময় তথ্যসম্মৃদ্ধ একটি লেখা।
প্রেম এসে মিথে মিশে
ইতিহাসে ইতিহাসে
চন্দ্রকোষে মেলে…..
অনেক অজানা তথ্য জানা হলো।
শুভেচ্ছা জানবেন মিলি।
শুভকামনা। সবসময়।
ছন্দে ছন্দে ছন্দময় মন্তব্য এর জন্য অনেক অনেক ধন্যবাদ 🙂
ভালো লাগলো লেখা …
হম অনেক অনেক থ্যাংকস ভাল থাকুন 🙂
খুবই সুন্দর পোষ্ট ছিল তখন পড়িনি কেনো 🙁
ভাল লাগল আপি
সমস্যা নাই এখন তো পড়েছেন 🙂