Today 17 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মুসলমান,ঘুমাও তবে।

লিখেছেন: সাঈদুল হাসান | তারিখ: ২৮/০৪/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 694বার পড়া হয়েছে।

ঘুমাও তবে, ঘুমাও মুসলমান।

ঘুমাও মুসলমান,ঘুমাও।
কুরআন, হাদিছ ফেলে
প্রগতিশীলতার পুঁথি গলে তুলে
নারী আর মদের প্রাগৈতিহাসিকতার সাম্পানে ঘুমাও।
দেখ কাশ্মির জ্বলে, জ্বলে রিয়াংগুন;
দেখ নদী নালা খাল বিল পথ প্রান্তরে মরে পড়ে আছে
নিত্যকার তাজা ক্ষুন।

দেখ টাটকা জীবন পোড়ায় পুরোনো সে আগুন,
সে সেন্ট্রাল রিপাবলিকের কাঁচা বাশে ঘুন।
আর তুমি -ভাই,ভগ্নি,ভ্রাতা,পিতা,মাতা !
নাকে তেল দিয়ে ঘুমাও ?
ঘুমাও তবে ঘুমাও মুসলমান।

তুমি স্বাধীন! কিসে ?
তুমি অধীন ! কিসে ?
তোমার এ পরিতৃপ্ততার বিষে
জ্বলে আগুন,জ্বলে দ্বিগুন,জ্বলে ত্রিগুন।
তুমি জেগে থাক ঘুমিয়ে শতগুন ?

তবে ঘুমাও মুসলমান,ঘুমাও।
দুধ ডিম বেঁচে মাল মসলা মরিচ কিনে
কোমল পরশে মদের সোহাগে কাঁচা পাকা মংশ খেতে চাও,খাও;
খেয়ে- সরিষা ঢেলে নাকে,ঘুমাও।
তবে সাবধান-বেশি গুনগান
না যেন কাড়ে সে তোমারি প্রান;
হে মুসলমান।

৭১৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
শুধুই তো নিয়ে যাচ্ছি,দেবার কথা তো ভাবতে হবে, ঋণী হয়ে তো আর মরতে চাইব না, তাই ঋণ শোধের এই সামান্য প্রয়াস
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৯ ০৭:০৪:০৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

  জাগো হে মানুষ জাগো

  খুবই ভাল লাগলো কবিতা। বিবেক কে ভালই নাড়া দিলেন।

 2. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাবার্থ পূর্ণ কবিতার জন্য ধন্যবাদ।

 3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ইসলামের ধারক এবং বাহকরাই (আরব) তো ঘুমিয়ে আছে, নইলে যে আমেরিকা ওদের টাকার জোরে বহু নারীর তৃপ্তি থেকে বঞ্চিত করবে।

  না ঘুমিয়ে আর উপায় আছে?

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  পড়ে বেশ ভাল লাগলো কবি

  সুন্দর লিখনী

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top