Today 13 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মেঘ বালিকা বৃষ্টি হয়ে

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ০৫/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 877বার পড়া হয়েছে।

 

 

   সোনার চামচ রুপোর কাঠি
    মাঠির পাত্রে সুখ
    এ বেলাতে এসব খেয়ে
    জুড়াও মনের দুঃখ ,

 

    ক্ষিধে যদি পায় গো রাতে
    মনের অতি নীচে
    চাঁদের আলোয় মেঘের খাটে
    দেবো সবই যেচে ,

 

    সুখ সোনা তো ধরে মনে
    রুপা ধরে দেহে
    পাখ-পাখালি ডাকে বনে
    কে যে কারে চাহে,

 

    মাঠি রাঙার রাঙ্গা ধুলো
    সোনার অঙ্গে ঝরে
    ভাটির দেশে নাও ভেসে যায়
    মনটা নিয়ে কেড়ে ,

 

     ঝিলে জলে শাপলা ফুটে
     নদীর পানি মিঠে
     বন পেরিয়ে নুপুর পায়ে
     দুষ্টু ঝর্ণা ছুটে ,

 

     পক্ষী-ডাকা বসত ভিটে
     রাঁধো বাড়ো সুখে
     স্বপ্ন জাগাও স্বপ্ন দেখাও
     কন্যা হাসি মুখে ,

 

     সোনার শস্য হিরক চরে
     হাওয়া খেলে বন বাদাড়ে
     বাংলা মায়ের আঁচল উড়ে
     সবুজ সোনা ভরে , 

 

    ফটিক ছড়ির সুন্দরপুরে
    হালদা নদীর ঘাটে
    পথ চেয়ে কে নয়ন জলে
     হাটে নদীর বাটে?

 

     মানিক ছড়ির মানিক গুলো
     কুড়িয়ে নিলে ভোরে
     গাছ-গাছালির পুষ্প গুলো
     অশ্রু হয়ে ঝরে ,

 

     মেঘ বালিকা কুড়িয়ে নিলো
    রোদের আঁচল ভরে
     সুখ-স্বপ্নে গাঁথে মালা
     পরতে দেবে কারে ?

 

     স্বপ্ন-পুরুষ হাত বাড়ালে
     সূর্য-তাপে রেগে
     মেঘ বালিকা বৃষ্টি হয়ে
     ঝরে অনুরাগে।
………………………………………।

 

৯৮৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ’’মেঘ বালিকা কুড়িয়ে নিলো
  রোদের আঁচল ভরে
  সুখ-স্বপ্নে গাঁথে মালা
  পরতে দেবে কারে ?

  স্বপ্ন-পুরুষ হাত বাড়ালে
  সূর্য-তাপে রেগে
  মেঘ বালিকা বৃষ্টি হয়ে
  ঝরে অনুরাগে।’’

  -ভালো লাগা জানিয়ে গেলাম।

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবিতা….রীতিমত মুগ্ধ…

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মুগ্ধ হয়ে গেলাম।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  মুগ্ধ হয়ে থাকুন
  মগ্ন হয়ে ভাবুন,

  অনেক ধন্যবাদ।

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ছড়া-কবিতা পড়ে মুগ্ধ হলাম। ভাল থাকুন কবি।

 6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  দারুন দারুন
  মুগ্ধ হতেই হয়

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  স্বপ্ন-পুরুষ হাত বাড়ালে
  সূর্য-তাপে রেগে
  মেঘ বালিকা বৃষ্টি হয়ে
  ঝরে অনুরাগে।

  পুরুষরা স্বপ্ন প্রিয় হয় নারে ভাই

  ছড়া সুন্দর লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top