Today 06 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মেয়ে

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০২/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 615বার পড়া হয়েছে।

মেয়ে হয়ে জন্মানো কষ্টের নয়
মেয়ে হয়ে যাওয়াটা কষ্টের ।
মেয়েলি স্বভাবে আমরা ততটা বিচলিত নই
মেয়েটা নিয়েই যত বিচলন ।
মেয়েমানুষ বলতে যে অবস্থান বোঝায়
তার সঙ্গে মেয়ে মানুষ করে তোলার
কোনো ভাবনা থাকে না ।
মেয়েকে বোঝা ভাবতে কোন আপত্তি করে নি যারা
তারা নিজেরাই সভ্যতার এক একটা তল্পিবাহক ।
প্রকৃতির অফুরান রূপের – যা পূজণীয়
তাকেই আমরা খন্ড ক্ষুদ্র বিভত্স্য করতে মেতে উঠি ;
প্রকৃতিই বা সইবে কতক্ষণ ?
শিশু থেকে মেয়ে হয়ে উঠেই
যে কষ্টের অবস্থান বুক চাপা যন্ত্রণায় মেয়েটি বড় হয়
পুরুষের কাছে তার দৃষ্টিকোণ বদলে যায়
নষ্টমূলে ঘা খেয়ে পাথর না হয়ে যায় !

ইটের বদলে শুধু একবার পাটকেল
আর মেয়েটি হয়ে যাবে নারী
প্রকৃতির প্রভূত শক্তিময়ী – মহীয়সী ।
তখন সে আর শুধু মেয়ে নয়
একজন সম্পূর্ণ মানুষ ।

৬১৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাবনার প্রকাশ!
  শুভেচ্ছা রইল কবি –

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ইটের বদলে শুধু একবার পাটকেল
  আর মেয়েটি হয়ে যাবে নারী
  প্রকৃতির প্রভূত শক্তিময়ী – মহীয়সী ।
  তখন সে আর শুধু মেয়ে নয়
  একজন সম্পূর্ণ মানুষ ।

  চমৎকার বলেছেন দাদা

  ভাল লাগল আমাদের পক্ষ নিয়ে বলার জন্য

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  শুভ কামনা কবি ——–!!

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মেয়ে নারী সমাজ নিয়ে অনবদ্য লিখা
  মুগ্ধকর
  সুন্দর ভাবনা

 5. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  অনেক চমৎকার ভাবনা থেকে লিখেছেন-
  //মেয়ে হয়ে জন্মানো কষ্টের নয়
  মেয়ে হয়ে যাওয়াটা কষ্টের ।
  মেয়েলি স্বভাবে আমরা ততটা বিচলিত নই
  মেয়েটা নিয়েই যত বিচলন ।//
  খুব সুন্দর ! পাঠেও দারুণ অনুভূতি হয়েছে । শুভেচ্ছা নিন দাদা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top