Today 22 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

যখন হাসবে সখি

লিখেছেন: রাজিব সরকার | তারিখ: ১৪/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1235বার পড়া হয়েছে।

যখন হাসবে সখি
তখন গাইবে পাখি
নাচবে বিশ্ব ধরা।
হৃদয় নাচে
হৃদয় বাজে
হৃদয় তুলে সুর,
তাইতো কার কাছে আজ মন ছুটে যায়
স্বপ্ন উড়ে হাওয়ায় হাওয়ায়।
উদাস উদাস হৃদয় আজ
উদাস হাওয়া বহে
কার তরে যেন হৃদয় আজ
ভাঙ্গে আবার গড়ে।

১,২১৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-৩০ ১৬:১৭:৫০ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লাগল । শুভ কামনা ।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ
  খুব সুন্দর করে লেখা ।

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ভাল কবিতা ! মুগ্ধ হলাম ।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কার তরে যেন হৃদয় আজ
  ভাঙ্গে আবার গড়ে।

  কার তরে নাম কন,,, গড়তে পারে ভাংলে খবর আছে

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কবিতায় অনেক ভাল লাগা রইল

 6. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  যখন হাসবে সখি
  তখন গাইবে পাখি
  নাচবে বিশ্ব ধরা।
  হৃদয় নাচে
  হৃদয় বাজে

  বাহ কবিতায় তো আমার ও হৃদয় নাচছে হৃদয় বাজছে। ..সুন্দর কবিতা রাজীব। শুভেচ্ছা রইল। ভাল থাক।

 7. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  sokhike niyey sundor bhabnar bornona valo laglo !

 8. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  উদাস উদাস হৃদয় আজ
  উদাস হাওয়া বহে
  কার তরে যেন হৃদয় আজ
  ভাঙ্গে আবার গড়ে।

  হৃদয়ে ভালবাসার উদয়। সুন্দর ছন্দমালায় বহিঃপ্রকাশ।ভালো লাগা রইল।শুভেচ্ছা অবিরত।

 9. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সুন্দর।।

 10. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  sundor. ভালো লাগলো কবি

 11. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  এই মেঘ এই রোদ্দুর ভাইয়া,নামতো ভাইয়া আমিও জানি না……।সবাইকে ধন্যবাদ……।

 12. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  অন্তমিলের অভাব

 13. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  হাসলে তুমি পাখি গায়,
  শান্ত বহে এই ধরায়।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top